তরজুমান ডেস্ক > আওলাদে রসূল, কুতুবুল আউলিয়া বাণীয়ে জামেয়া আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাহমাতুল্লাহি আলায়হি ছিলেন শরীয়ত-তরিকতের একজন সত্যিকারের পথপ্রদর্শক, মহান ওলিয়ে কামিল। তাঁর মাধ্যমে এ উপমহাদেশে এবং বিশ্বের বহু দেশে সিলসিলা-এ আলিয়া কাদেরিয়ার প্রচার-প্রসার লাভ করে। তাঁর সান্নিধ্য অর্জনের মাধ্যমে সোনার মানুষে পরিণত হয়েছে অনেক সৌভাগ্যবান ব্যক্তি। এসব সৌভাগ্যবান ব্যক্তিরাই এ …
