মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান আল-কাদেরী ইতিহাস খ্যাত প্রতাপশালী বাদশাহ ছিলেন ইব্রাহিম আদহাম। প্রভূত ঐশ্বর্যের অধিকারী যিনি। যখন রাস্তা দিয়ে গমন করেন, তখন অগ্রভাগে দল চলে স্বর্ণঢালধারী অশ্বারোহী চল্লিশজন এবং দেহরক্ষীর উপস্থিতিও সেইরকম। অভাবনীয় শান-শওকতে ভরপুর। পরে তিনি হলেন আধ্যাত্মিক মার্গের এক আলোকিত পুরুষ, মহান তাপস, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। যিনি ছিলেন হৃদয়ের পবিত্রতায় …
