ইমরান হুসাইন তুষার> গাউছে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রহমাতুল্লাহি আলাইহি। একাধারে আধ্যাত্মিক সাধক, সত্যের প্রচারক, মুসলিম জাহানের অনন্য ব্যক্তিত্ব, বহুমুখী প্রতিভার অধিকারী প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক। তিনি ১৯১৬ সালে বর্তমান পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে হাজারা জিলার সিরিকোট গ্রামে জন্মগ্রহণ করেন।(১) তিনি ছিলেন প্রখ্যাত অলি-ই কামিল কুতুবুল আউলিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি …