মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান> সাহাবা-ই কেরামের ভালবাসা সাহাবা-ই কেরাম রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুম আজমা‘ঈনের ভালবাসা আপন আক্বা ও মাওলা হযরত মুহাম্মদুর রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর প্রতি এত সীমাহীন ছিলো যে, তাঁরা তাঁদের মাতা-পিতা, সন্তান-সন্তুতি, ভাইবোন এবং তাঁদের জান ও মাল আপন আক্বার কদমযুগলে ক্বোরবান করে দিয়েছিলেন। ইবনে ইসহাক্ব এক আনসারী মহিলা সম্পর্কে লিখেছেন- উহুদের যুদ্ধে …
