মুহাম্মদ আনোয়ার শাহাদাত> মানবজীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের নাম হলো যৌবন। জীবন ধারাপাতের বিভিন্ন অধ্যায়ের মধ্যে খুবই মূল্যবান, অর্থবহ, কর্মবহুল এবং সাধনার অধ্যায় হলো ’যৌবন কাল’। জীবনের মোড় নির্ধারণী এই যৌবনেই মানুষের চেতনার উন্মেষ ও বিকাশ ঘটে। অফুরন্ত প্রাণশক্তি ও সৃষ্টির উন্মাদনায় বিভোর থাকা যৌবনকাল হলো …
