গাউসুল আজম আবদুল কাদের জিলানী রদিয়াল্লাহু তা’লা আনহু দ্বীনের পুনর্জীবন দান করেন

গাউসুল আজম আবদুল কাদের জিলানী রদিয়াল্লাহু তা’লা আনহু দ্বীনের পুনর্জীবন দান করেন

বিভিন্নস্থানে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিলে বক্তারা
খোদা প্রদত্ত রূহানী ও ইলমী শক্তি বলে হযরত আবদুল কাদের জিলানী রদিয়াল্লাহু তা’লা আনহু দ্বীনের পুনর্জীবন দান করেন-

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট
গাউসুল আজম হযরত আবদুল কাদের জীলানী রাদিয়াল্লাহু আনহুর ওফাতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম’র ব্যবস্থাপনায় গত ২৬ অক্টোবর ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পবিত্র গেয়ারভী শরীফ, ফাতেহায়ে ইয়াজদহ্ম এবং মা ছাহেবান’র ফাতেহা শরীফ উদযাপিত হয়। আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মুহাম্মদ মহসিন’র সভাপতিতে¦ অনুষ্ঠিত মাহফিলে বক্তারা বলেন- ইসলামের সোনালী যুগের অবসানের পর বিশ্বব্যাপী মাথাচাড়া দিয়ে উঠে নানা ভ্রান্তমতবাদ। নীতি-নৈতিকতা ও ধর্মীয় ক্ষেত্রে মুসলিম সমাজে দেখা দেয় নানা বিভ্রান্তি, ধর্মীয় ক্ষেত্রে উদাসীনতা শাসকদের মধ্যে বেড়ে যায় সেচ্ছাচারিতা ও ভোগ বিলাসিতা। এমন ক্রান্তিকালে মুসলমানদের দিক নির্দেশনা প্রদানে অপরিহার্য হয়ে উঠে একজন পথপ্রদর্শকের। এমন যুগসন্ধিক্ষণে দিকভ্রান্ত মানুষের মাঝে আশার আলো নিয়ে আবির্ভূত হন বেলায়ত’র সম্রাট গাউসুল আজম, হযরত আবদুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। তিনি খোদা প্রদত্ত রূহানী ও ইলমী শক্তি বলে দ্বীনের পুনর্জীবন দান করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন-আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, এসিস্টেন্ট সেক্রেটারী এস.এম.গিয়াস উদ্দিন শাকের, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল আলিম রেজভী, আনজুমান ট্রাস্ট’র সদস্য- মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নূরুল আমিন, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, তসকির আহমেদ, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, মুহাম্মদ মাহাবুব ছফা, আশেকে রাসুল খান বাবু, মোহাম্মদ হোসেন খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহবুবুল হক খান, গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, উত্তর জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।

চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির মাহফিলে বক্তারা
কাদেরিয়া ত্বরিকার প্রচার প্রসারে সিরিকোট দরবারের
মাশায়েখদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে

গাউসুল আজম হযরত আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাঁর আধ্যাত্মিক সাধনা ও শরিয়ত-ত্বরিকতের সমন্বিত প্রয়াসে দ্বীন ইসলামকে পুনর্জীবন দান করেছেন। দ্বীনের পূর্ণতা ও বাতিলের যাবতীয় আগ্রাসন থেকে মুসলিম উম্মাহকে রক্ষায় গাউসিয়া কমিটির প্রত্যেক কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হযরত আবদুল কাদের জিলানী রাহমতুল্লাহি আলাইহির প্রবর্তিত কাদেরিয়া ত্বরিকা বিশ্বের অধিকাংশ মুসলিম এ ত্বরিকার অনুসারী। এ উপমহাদেশে কাদেরিয়া সিলসিলার প্রচার প্রসারে অন্যান্য শায়খদের পাশাপাশি সিরিকোট দরবারের মাশায়েখগণের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
গত ১২ নভেম্বর নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত ফাতেহা-এ ইয়াজদাহম মাহফিলে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ¦ তছকির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন আন্জুমান রিসার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম. এ. মান্নান, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মোহাম্মদ, মহাসচিব আলহাজ¦ শাহজাদ ইবনে দিদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব আলহাজ¦ মাহবুবুল হক খান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ আল্লামা আবদুল আলিম রেজভী, ছোবহানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ চৌধুরী, আল-আমিন বারীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, মাদরাসা-এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়ার অধ্যক্ষ আল্লামা বদিউল আলিম রিজভী, অধ্যক্ষ মাওলানা আমির আহমদ আনোয়ারী, উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা মুফতি আবদুল আজিজ আনোয়ারী, মাওলানা শাহ্ নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযাহারী, মাওলানা মুহাম্মদ আবদুল মোস্তফা রাহিম আযাহারী, মহানগর গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ¦ খাইর মোহাম্মদ, আলহাজ¦ মোহাম্মদ হাসান, আলহাজ¦ মোহাম্মদ আবুল বশর, আলহাজ¦ মোহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ আইয়ুব দোভাষ, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ হাশেম, মাওলানা ইলিয়াস আলকাদেরী, মুহাম্মদ সালামত উল্লাহ, হাবিবুর রহমান সর্দার, মুহাম্মদ ইলিয়াস মুন্সী, মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, খন্দকার ইরশাদুল আলম হীরা, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ শাহাবুদ্দিন, লায়ন আবু নাসের রনি, অধ্যাপক জাহিদ হোসেন, মুহাম্মদ মকবুল আহমদ খান, শেখ মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ ফয়েজুর রহমান, রেজাউল হোসেন জসিম, মোহাম্মদ হামিদ, জোবায়েদ উদ্দিন টুটুল, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা আরো বলেন হযরত গাউসুল আজম আবদুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশের উত্তরসূরি, তাঁর জীবনাদর্শের মধ্যে ছিল হুজুর পাকের সমস্ত গুণাবলীর সমাহার। আবহমান কাল ধরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর পাশাপাশি পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহম পালন করে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত আদর্শে বিশ্বাসী সুন্নী মুসলমানগণ। হযরত গাউসুল আজমের সফল উত্তরসূরি হিসেবে দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের মাশায়েখ হযরাতগণ দ্বীন ইসলামের মৌলিক আদর্শ প্রচার করে আসছেন। তাঁরা শরিয়ত, ত্বরিকত, হাকিক্বত ও মারিফতের প্রকৃত শিক্ষায় মুসলিম মিল্লাতকে আল্লাহ ও রাসূলের প্রদর্শিত পথে পরিচালনায় অসংখ্য মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠার মাধ্যমে বিশাল খিদমত আনজাম দিয়ে যাচ্ছেন। বক্তারা গাউসে পাকের সৈনিক হিসেবে গাউসিয়া কমিটির প্রত্যেক সদস্যকে আমিত্ব ও অহংকার ত্যাগ করে পীর মুর্শিদের দেওয়া দ্বীনি মাদরাসা সমূহের খেদমত ও দাওয়াতে খায়র বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দাওয়াতে খায়র ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল সম্পন্ন
আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি ও দাওয়াতে খায়র কর্মসূচির মাধ্যমে তরিকতের প্রচার ও মানবিক গুণসম্পন্ন পরিশুদ্ধ সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামের নামে বিকৃত দর্শন, আহলে সুন্নাতের আকিদা বিরোধী কর্মকা-, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া, আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটি ও দাওয়াতে খায়র’র কর্মসুচি একটি সমাজ পরিবর্তনের আন্দোলন। গত ৮ নভেম্বর ২০২৩, বুধবার নগরীর বহদ্দারহাটস্থ এ.কে কনভেনশন হলে দাওয়াতে খায়র কর্মসূচির আওতায় ফাতেহায়ে ইয়াজদাহুম, মা’ ছাহেবার ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা এ কথা বলেন। আনজুমান সিকিউরিটি ফোর্সের (এএসএফ) প্রধান মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দিন সাকের। প্রধান আলোচক ছিলেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। জামাল উদ্দিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, মাওলানা ইউনুচ তৈয়বী, মাওলানা কফিল উদ্দিন, আনজুমান সদস্য ও গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দিন সবুর। উপস্থিত ছিলেন, আলহাজ্ব শেখ আহমদ, আশেক রসুল খান বাবু, মোহাম্মদ হোসাইন খোকন, হাবিবুল্লাহ মাস্টার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মনোয়ার হোসেন মুন্না, ইদ্রিস চেয়ারম্যান, ওসমান গণী, এইচ এম আজহারুল হক আজাদ, আমিনুল হক, আবুল হাশেম, রাশেদুল মোমেনিন,তৌহিদুল করিম, আমির হোসেন, জাহাঙ্গির আলম রাজু প্রমূখ।

মধ্য মাদার্শা খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া কমপ্লেক্স
হাটহাজারী মধ্য মাদার্শা খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া কমপ্লেক্সের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, হাটহাজারী (পূর্ব) থানার সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহা-ই ইয়াজ দাহুম, মাসিক গেয়ারভী শরীফ এবং আনজুমান ট্রাস্ট সদস্য আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন এর ছোট ভাই মরহুম মুহাম্মদ নাজিম উদ্দীন এর স্মরণ সভা গত ২৭শে অক্টোবর খানকাহ শরীফ প্রাঙ্গণে খানকাহ শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিল উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী (পূর্ব) থানার সভাপতি গাজী মুহাম্মদ লোকমান। পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ এনামুলহক মাষ্টার এর সঞ্চালনায় অতিথি ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তৈয়ব আলী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, জামেয়া মহিলা মাদরাসার অধ্যাপক ড. আল্লামা হামেদ রেজা নঈমী। খানকাহ কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ জহুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন খানকাহ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন এবং সেক্রেটারী গাজী মুহাম্মদ লোকমান। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলমগীর, মুহাম্মাদ হাসান মুরাদ,আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেন সওদাগর, মুহাম্মদ এমদাদুল ইসলাম, ব্যাংকার মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা ছৈয়দ পেয়ার মুহাম্মদ, মুহাম্মদ ফরিদুল আলম মিঠু মেম্বার, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান আলী, শাহ মুহাম্মদ নাছির উদ্দীন মোস্তফা, এড. মুহাম্মদ রিদোয়ান গনি, মুহাম্মদ আবদুস সবুর, মুহাম্মদ আরশাদ চৌধুরী, এস এম আজাদুর রহমান, মুহাম্মদ লোকমান হাকিম সওদাগর,আলহাজ্ব মুহাম্মদ লোকমান, মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী খাঁন,মাওলানা সৈয়দ মুহাম্মদ জুবায়ের আবেদীন, মাওলানা মুহাম্মদ তারেক আবেদীন প্রমুখ।

ওকন্যারা ওয়ার্ড গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার বড়লিয়া (ওকন্যারা) ৮নং ওয়ার্ড শাখার ব্যাবস্থাপনায় গাউসিয়া কমিটি ওকন্যারা শাখার সভাপতি শেখ মফিজ আহমদের সভাপতিত্বে বড়লিয়া হাসপাতাল মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন কে এম আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বড়লিয়া ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আলী আকবর খান। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ শফিকুল ইসলাম শোলক। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসাইন।
মাহফিলে তকরির করেন আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী। মাওলানা আবুল কালাম বয়ানী, মাওলানা মুহাম্মদ মুজিবুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ ইসমাইল খান আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর সওদাগর, রোটারিয়ান গিয়াস উদ্দিন আহমদ (পারভেজ), মোহাম্মদ দিদারুল আলম খান, মোহাম্মদ রহিম উদ্দিন মেম্বার, আলহাজ্ব হাবিব উল্লাহ, মোহাম্মদ ওমর ফারুক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাষ্টার, মোহাম্মদ হাসান (মামুন), মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ইয়াকুব হোসাইন খান, আবদুল মান্নান, মোহাম্মদ তাজুল ইসলাম খান, মোহাম্মদ আবু তৈয়্যব, মোহাম্মদ মামুন খান, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা মুহাম্মদ ইমাম হোসাইন কাদেরী, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম সেলিম, মোহাম্মদ জাবেদ হোসেন রায়হান, মোহাম্মদ ইউনুছ (মুন্না) প্রমূখ। মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ মৌলানা মুহাম্মদ ইয়াকুব আলী। মাহফিল সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যাংকার মুহাম্মদ হাসান।

গাউসিয়া কমিটি দক্ষিণ পতেঙ্গা কোনার দোকান শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিন পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড আওতাধীন কোনার দোকান শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল গত ৩ নভেম্বর হযরত উসমান গনি জুন্নুরাইন (রাদ্বিয়াল্লাহু আনহু) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত ওসমান গণী জুন্নুরাইন জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান। প্রধান বক্তা ছিলেন মাওলানা শাহাদাত আলী হোসেন। তকরির করেন হাফেজ ক্বারী মাওলানা সাইমুন এলাহী আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পতেঙ্গা থানা সভাপতি আলহাজ্ব আবুল বাশার কন্ট্রাক্টর, মোতোয়াল্লি আলহাজ্ব ক্যপ্টেন (অবঃ) নুর বক্স, আলহাজ্ব রফিক চৌধুরী, মুহাম্মদ উসমান, গাউসিয়া কমিটি পতেঙ্গা থানার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর আংকুর, ৪১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আবুল কালাম সওদাগর, হাজী আকরাম হোসেন, হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, মোহাম্মদ সাইফুল চৌধুরী ইমন প্রমুখ।

চন্দনাইশ বরকল গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি চন্দনাইশ বরকল শাখার উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম, গাউছে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর ওরশ মোবারক উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল গত ২১ অক্টোবর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সদস্য আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর। প্রধান আলোচক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের নির্বাহী মহাসচিব অধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। খান্দকার আবু মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সেক্রেটারি মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ শরফুদ্দীন কাজল। বিশেষ বক্তা ছিলেন মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান কাদেরী, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান কাদেরী, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন খান কাদেরী। মুহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী হিরুর পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ আমীর হোসাইন খান।
বক্তারা বলেন, উপমহাদেশে ইসলামের সঠিক বাণী মানুষের নিকট পৌঁছে দিতে এবং সুন্নী মতাদর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দানে আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর অবদান অবিস্মরণীয়। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ আলী আক্কাস, মুহাম্মদ সাইফুদ্দীন খান, আলহাজ্ব মুহাম্মদ সাইদ ইবনে খায়ের, মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ, মুহাম্মদ শহিদুল ইসলাম মিয়াজী, মুহাম্মদ আব্দুল মালেক হিরু, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন কাদেরী, মোহাম্মদ আলম খান, মুহাম্মদ কামাল উদ্দীন খান, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ ইউসুফ চৌধুরী, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ মনসফ আলী, মাওলানা হাসান আলী নুরী, হাফেজ মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মুহাম্মদ আবু হানিফ, মাওলানা মুহাম্মদ আলী আকবর, হাফেজ মুহাম্মদ নুরুল আমিন, হাফেজ মুহাম্মদ আনিস, জি এম জাহেদুল আলম, আমীর হোসেন চৌধুরী, মুহাম্মদ কায়কোবাদ, জাহেদুল আলম চৌধুরী, মিজানুর রহমান রুবেল, মুহাম্মদ মনির হোসেন, জি এম শাহাদত হোসাইন মানিক, জিএম সিরাজুল ইসলাম, জিএম বোরহান উদ্দীন, মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মাহবুবুল আলম চৌধুরী, মুহাম্মদ আজিজুর রহমান রাসেল চৌধুরী, জি এম এহেছান হাবিব, মনির চৌধুরী, সাকিব চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন আরাফাত, খোরশেদুল আলম চৌধুরী, মারুফ ইসলাম, রবীউল হোসেন সাগর, সাব্বির চৌধুরী, জি এম করিম, মুহাম্মদ ফখরুদ্দীন খান রেজভী প্রমুখ। উল্লেখ্য যে, মাহফিল উপলক্ষে গাউসিয়া আই-কেয়ারের তত্ত্বাবধানে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গত ২০ অক্টোবর নূরানী মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ আব্দুল খালেক, কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, হাজী মুহাম্মদ ইউছুপ আলী, মুহাম্মদ শাহাবউদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল হালিম, মুহাম্মদ মাসুদ মিয়া, কামাল আহমদ মজু, কাজী মুহাম্মদ রবিউল হোসেন রানা, মুহাম্মদ হামিদুল ইসলাম হাসিব, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ জাহেদুল ইসলাম জিকু, মুহাম্মদ মনির হোসেন মনু, মোহাম্মদ হোসেন, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

পটিয়া পৌরসভা ২ নং ওয়ার্ড গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার আওতাধীন সুচক্রদন্ডী ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম মাহফিল ও আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল স্থানীয় তৈয়্যবিয়া তাহেরিয়া সাবেরিয়া আলী ইসলামী গণ-পাঠাগারে অনুষ্ঠিত হয়। গত ৩ নভেম্বর কমিটির সভাপতি সুলতান আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকের পরিচালনায়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল করিম আল আমিন। বক্তব্য রাখেন ওয়ার্ড কমিটির সহ-সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ মনোয়ার হোসাইন আজাদ, মুহাম্মদ হাসমত আলী, মুহাম্মদ মফিজুল হক, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ জাহেদ, মাওলানা মুহাম্মদ রহমতুল্লাহ আলকাদেরী প্রমুখ।

লতিফপুর ওয়ার্ডে দাওয়াতে খায়ের মহিলা মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ, আকবরশাহ্ থানার আওতাধীন লতিফপুর ওয়ার্ডের সার্বিক সহযোগিতায় হযরত আলী শাহ্ (রাঃ) ইউনিটের উদ্যোগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম উদ্যাপন ও দাওয়াতে খায়ের মহিলা মাহফিল গত ৪ঠা নভেম্বর হযরত আলী শাহ্ (রাঃ) বাড়ী মাঠ প্রাঙ্গনে মহিলা দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা কেন্দ্রীয় পরিষদের মুয়াল্লিমাগণ বক্তব্য রাখেন। মাহফিলে মৃতের গোসল ও কাফন বিষয়ে প্রশিক্ষণ, মাসআলা-মাসায়েল বর্ণনা এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
গাউসিয়া কমিটি কধুরখীল ছমদ আলী শাহ্ বোগদাদী ইউনিট শাখা গঠিত
বোয়ালখালী থানার আওতাধীন দক্ষিণ কধুরখীল, হযরত ছমদ আলী শাহ্ আল বোগদাদী (রহ.) ইউনিট শাখা গঠনকল্পে এক সভা সম্প্রতি বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বায়তুন নুর জামে মসজিদের মোতোয়াল্লী আলহাজ্ব মোম্মদ জানে আলম। সম্মানিত অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওসমান গণি ও সদস্য মুহাম্মদ জসিম। সভায় সর্বসম্মতিক্রমে আইয়ুব আহমদকে আহ্বায়ক, মুহাম্মদ এরশাদ সিকদার যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আব্দুর রহিম (নাসিম)কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আদর্শ মানুষ গড়তে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই – প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, নৈতিক অধঃপতন রোধে সমাজের সর্বস্তরে নৈতিকতা ও আদর্শের চর্চা বৃদ্ধি করতে হবে। আদর্শ মানুষ গড়তে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। তিনি গত ২২ অক্টোবর চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। মাদরাসার অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় জামেয়া গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান সভাপতিত্ব করেন। সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুজ্জমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ও সচিব মাওলানা কাজী আব্দুল আলীম রিজভী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনসারী, মুফতী আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী, আরবী প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরন্নবী, মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দীন, মাওলানা সাইফুদ্দীন খালেদ আল-আযহারী, মোহাম্মদ আবদুস সবুর, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আজিজুল মোস্তফা, মাওলানা এএএম জুবাইর রজভী প্রমুখ।
প্রধান অতিথি জামেয়ার এ্যাসেম্বলি ও ক্লাস পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকল কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ সোলাইমান আনসারী।

জামেয়া মহিলা ফাযিল মাদরাসা পরিদর্শন
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ গত ২২ অক্টোবর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা পরিদর্শন করেছেন। তিনি মহিলা মাদরাসার ফাযিলসহ বিভিন্ন শ্রেণির ক্লাস পরিদর্শন করেন, মহিলা মাদরাসার সামগ্রিক রেজাল্ট, ছাত্রীর সংখ্যা ও একাডেমিক অন্যান্য কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী আলহাজ্ব গিয়াস উদ্দীন সাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার ও জিবি সদস্য আলহাজ্ব কমর উদ্দীন সবুর উপস্থিত ছিলেন। মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন সম্মানিত ভিসি মহোদয়কে জামেয়া মহিলা মাদরাসার জন্য নির্মিতব্য ১১তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নকশা প্রদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিহিত করেন।
ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ অত্র মহিলা মাদরাসাকে অনার্স বিভাগসহ কামিল স্তরে উন্নীতকরণের আশা ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শোক সংবাদ/স্মরণ সভা

শামসুদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন
গাউসিয়া কমিটি বাংলাদেশ, পাহাড়তলী থানা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমদ এর ৬ষ্ঠ মৃত্যুবাষিকী উপলক্ষে আকবরশাহ্ থানার আওতাধীন লতিফপুর ওয়ার্ডে মরহুমের বাসবভনে গত ২৬ অক্টোবর খতমে কোরআন, খতমে বোখারী শরীফ ও গাউসিয়া শরীফের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন লতিফপুর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও পাহাড়তলী থানা কমিটির নেতৃবৃন্দ। পরিশেষে উনার কর্মজীবন নিয়ে আলোচনা ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান কাদেরী।

অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভির শাশুড়ি নুরুন্নেছা বেগমের ইন্তেকাল
বন্দর মাদরাসায়ে তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল’র অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভির শাশুড়ি, আমেরিকা প্রবাসী গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য মুহাম্মদ জাফর সাদেক সোহেলের মাতা নুরুন্নেছা বেগম (৭৫) গত ৩ নভেম্বর নগরীর খুলশীস্থ বাসভবনে ইন্তেকাল করেন।

ওইদিন রাত ১০টায় পটিয়া রশিদাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ’র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ইছমাঈল নুমানী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, অর্থ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবী, প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ্ আল নোমান গভীর শোক প্রকাশ করেছেন, তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।