মি’রাজুন্নবী: নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম -এর অতুলনীয় মু’জিযা আমাদের আক্বা ও মাওলা নবীকুল শিরমনি, রসূলকুল শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম হলেন আপাদমস্তক শরীফ মু’জিযা। আল্লাহ্ পাক জাল্লা শানুহূ তাঁর হাবীবকে সবদিক দিয়ে অতুলনীয় করে সৃষ্টি করেছেন। মি’রাজ শরীফ অর্থাৎ তাঁর ঊর্ধ্বলোকে গমন ও আল্লাহ্ পাকের সাথে আলম-ই লা-মকানে সশরীরে সাক্ষাৎ করে …
