নূর’র প্রশস্তি : ‘ক্বাসীদায়ে নূর’ হতে
আল্লামা হাফেজ আনিসুজ্জমান >
আল্লাহর নামে শুরু, যিনি অতিশয় দয়ালু-মেহেরবান
মহান স্রষ্টা আল্লাহ্ তা‘আলার ইরশাদ, ‘‘ক্বাদ জা-আকুম মিনাল্লাহি নূরুন্ ওয়া কিতাবুম্ মুবীন।’’ ‘নিঃসন্দেহে তোমাদের কাছে শুভাগমন করেছেন আল্লাহ্র পক্ষ থেকে এক মহান ‘নূর’, আর সুস্পষ্টই এক গ্রন্থ।’ [সূরা মা-ইদা : আয়াত-১৫]
আল্লাহ্ তা‘আলা আমাদের নবীজিকে এ আয়াতে কারীমায় ‘নূর’ বলে অভিহিত করেন। এ তত্ত্ব নিয়ে কোনরূপ আপত্তি এখন আর হালে পানি পায় না। মানব রূপে এ নূর’র মহান সত্তা ধরাধামে আবির্ভূত হয়েছেন আলোর মাস এ রবিউল আওয়াল শরীফে, তাই সঙ্গত কারণেই এ সম্পর্কে অনেকে ‘রবীউন নূর’ শরীফ নামে অভিহিত করেন।
ভক্তি প্রেমের উচ্ছাস নিয়ে নবী প্রেমিক মুসলিম বিশ্ব মহা সমারোহে উদ্যাপন করে এ মাসটি । সর্বোচ্চ ঘটা বারো রবিউল আওয়াল শরীফে। বিশ্বজুড়ে আলোর প্লাবন! গোটা সৃষ্টি জুড়ে এ কোন্ সমারোহ্? কুল মাখলুকাতে আজি ধ্বনি ওঠে, কে এলো ওই? কলেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই? জাতীয় কবি, প্রিয়তম কবি নজরুলের বাণীর আবেদন যেন ফুরায় না। তাঁর গযলের ভক্তি রসের একটির রেশ না ফুরাতেই অপরটির অনুরণন যেন শ্রুতিতে বেজে ওঠে, ‘‘তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে। যেন ঊষার কোলে রাঙা রবি দোলে।’’ কুল মাখলুকাতে এ যে আলোর উৎসব! অর্থাৎ নূরের উৎসব! এ উৎসবে তাই, প্রিয় পত্রিকায় পাঠকদের সাথে নিজের আনন্দ শেয়ার করতে নূরের ক্বাসীদা প্রসঙ্গ বেছে নিলাম। চয়ন করেছি আমার প্রিয়তম প্রতিষ্ঠান জামেয়ার বীজ বপনের মহান লক্ষ্য নবীপ্রেম, সুন্নিয়ত, প্রতিষ্ঠার লক্ষ্য বস্তু যাঁর মসলক, ইমামে ইশ্ক ও মহব্বত ইমাম আ’লা হযরতের ‘ক্বাসীদায়ে নূর’ প্রসঙ্গ। না, আলোচনা নয়। ‘ক্বাসীদায়ে নূর’র বাংলা বাক্যানুবাদ’র প্রসঙ্গ।
হাদা-ইকে বখশিশ’র ৭৪ নম্বর ‘ক্বাসীদা, যাতে ৫৯টি পংক্তি বিদ্যমান। তবে বলে রাখছি, এটি এখনো প্রকাশনার আলো দেখেনি। গ্রন্থায়ন’র আগেই কৌতূহলী পাঠকদের জন্য পুরো ক্বাসীদা নয়: আংশিক পত্রস্থ হবে। ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে হাদায়েকে বখশিশ’র শেষার্ধ আগ্রহী পাঠক-পাঠিকাদের হাতে শীঘ্রই আসবে। হ্যাঁ, রবিউল আওয়াল মাস যেহেতু ঈদে মীলাদুন্নবীর সৃষ্টি জোড়া উৎসব, তাই আনন্দের শেয়ার হিসাবে বারোর উৎসবে বারোটি পংক্তি শুভদিন, শ্রেষ্ঠতম ঈদ’র শুভেচ্ছা স্বরূপ নিবেদিত হলো।
١. صبح طيبه ميں هو ئى بٹتا هے باڑا نوركا
صدقه لينے نور كا اۤيا هے تارا نوركا
উচ্চারণ:
সুবহে তয়্যাবা মে হুয়ী বাটতা হ্যায় বা-ড়া নূরকা,
সদকা লে-নে নূর কা আ-য়া হ্যায় তা-রা নূর কা॥
শব্দার্থ ও সরল অনুবাদ: টুকু চূড়ান্ত প্রকাশনার জন্য রেখে দেওয়া হলো, পাঠক কুলের সামনে নমুনা রূপে শুধু কাব্যানুবাদ টুকু পত্রস্থ হলো।
কাব্যানুবাদ: ১.
ত্বায়্যিবার ওই স্নিগ্ধ প্রাতে বাটছে তো ভিক্ষা নূরের,
সদকা নিতেই এলো নূরের যতেক তারকা নূরের॥
٢.باغ طيبه ميں سهانا پهول پهولا نوركا
مست بو هيں بلبليں هتى هيں كلمه نوركا
উচ্চারণ:
বা-গে ত্ব্যয়বা মে সুহা-না ফুল ফু-লা- নূর কা,
মাস্ত বো-হ্যাঁয় বুল বুলেঁ পড়তী হ্যায় কালমা নূর কা॥
কাব্যানুবাদ: ২.
ত্বায়্যিবার ও বাগে পুষ্পের ফুটলো সুন্দর ফুল নূরের,
তার সুবাসে মত্ত বুলবুল গাইছে সঙ্গীত আজ নূরের।
٣. بارهويں كے چاند كا مجرا هے سجده نور كا
باره برجوں سے جهكا اك اك ستاره نوركا
উচ্চারণ:
বা-রহ্ভী কে চান্দ কা মুজরা হ্যায় সাজদা নূর কা,
বা-রাহ্ বুরজোঁ সে ঝুকা ইক্ ইক্ সিতা-রা নূর কা॥
কাব্যানুবাদ: ৩.
সালাম জানায় চাঁদ দ্বাদশের ভঙ্গিমায় সিজদা নূরের,
বারো বুরজের কক্ষ হতে এক এক তারা ঝুঁকে নূরের॥
٤. ان كے قصر خلد سے ايك كمره نوركا
سدره پائيں باغ ميں ننّا سا پوده نوركا
উচ্চারণ:
উনকে ক্বাসরে খুলদ সে এ্যা-ক কামরা নূর কা,
সিদরাহ্ পা-য়ে বা-গ মে নন্না সা পো-দাহ্ নূর কা॥
কাব্যানুবাদ: ৪.
বালা খা-নাহ্ সে জান্নাতের- সমান তাঁর এক কক্ষ নূরের
সিদরা যেন সেই কাননের একটি চারা গাছ নূরের॥
٥.عرش بهى فردوس بهى اس شاه والا نوركا
يه مُثمّن بُرج مشكوئے اعلٰى نوركا
উচ্চারণ:
আর্শ ভী ফিরদা ওস ভী উস শা-হে ওয়ালা নূর কা,
ইয়ে মুসাম্মান র্বুজ ও মুশকো-য়ে আ’লা নূর কা॥
কাব্যানুবাদ: ৫.
আর্শ, ফিরদাওস সেই মালিকের, মহান বাদশা সেই নূরের,
আট কোণের সে প্রাসাদ চুড়ার বালা-খানাও সেই ‘নূর’এর॥
٦.اۤئى بدعت چها ئى ظلمت رنگ بدلا نوركا
ماه سنّت مهر طلعت لے لے بدلا نوركا
উচ্চারণ:
আ-য়ী বিদআৎ ছা-য়ী যুলমত রঙ্গ বদলা নূর কা,
মা-হে সুন্নাত, ম্যাহরে ত্বলআত লে লে বদলা নূর কা॥
কাব্যানুবাদ: ৬.
ছেয়েছে বিদআত আলো এ ভবের, নূর নি®প্রভ, কোথা আলো এর,
মিল্লাতের চাঁদ আলোর সূর্য, বদলা নিতে এসো নূরের॥
٧.تيرے هى ماتھے رها اے جانِ سهرا نوركا
بخت جاگا نور كا چمكا ستارا نوركا
উচ্চারণ:
তেরে হী মা-থে রাহা এ্যয় জা-নে স্যহরা নূর কা
বখ্ত জা-গা নূর কা চমকা সেতারা নূর কা॥
কাব্যানুবাদ: ৭.
তোমার কপোলে হে জান সকলের-ফুলের লতিফা দোলে নূরের,
নূরের ভাগ্য জেগেছে আজি, দীপ্ত তারকা যত নূরের॥
٨.ميں گداتو بادشاه بهردے پياله نوركا
نوردن ناتيرا دے ڈال صدقه نوركا
উচ্চারণ:
ম্যাঁয় গদা তু বাদশাহ্ ভরদে পেয়ালা নূর কা,
নূর দিন দো-না তেরা দে ডা-ল সদকা নূর কা॥
কাব্যানুবাদ: ৮.
ভিক্ষুক আমি রাজা তুমি ফের, দাও ভরে পেয়ালা নূরের,
দিন-রাতে বাড়েই তো সেই নূর দাও ঢেলে সদকা নূরের॥
٩.تيرے هى جانب هے پانچوں وقت سجده نوركا
رخ هے قبله نوركا ابرو هے كعبه نوركا
উচ্চারণ:
তে-রে হী জা-নেব হ্যায় পাঁ-চোঁ ওয়াক্ত সাজদাহ্ নূর কা,
রুখ হ্যায় ক্বিবলা নূর কা অব্রু হ্যায় কা’বা নূর কা॥
কাব্যানুবাদ: ৯.
তোমার দিকেই পাঁচটি ওয়াক্তের সিজদা জানায় জ্যোতি নূরের,
পাক সে চেহারা নূরের ক্বিবলা, ভ্রু জোড়া কা’বা নূরের॥
١٠. پشت پر ڈهلكا سرا نور سے شمله نوركا
ديكھ موسٰى طور سے اترا صحيفه نوركا
উচ্চারণ:
পুশ্ত পর ঢলকা সরে আনওয়ার সে শিমলা নূর কা,
দে-খে মুসা তু-র সে উৎরা সহীফা নূর কা॥
কাব্যানুবাদ: ১০.
প্রান্ত হতে নূরানী শিরের, ঝুলছে পিঠে শিমলা নূরের,
দেখলো মুসা তূর হতে না যিল সহীফা হয় নূরের॥
١١. تاج والے ديكھ كر تيرا عمامه نوركا
سر جھكا تے هيں الهى بول بالا نوركا
উচ্চারণ:
তা-জ ওয়ালে দে-খ কার তে-রা আমা-মাহ্ নূর কা,
সর ঝুকা-তে হ্যাঁয় ইলা-হী বো-ল বা-লা নূর কা॥
কাব্যানুবাদ: ১১.
যে-ই হেরে চোখ বাদশাহ্গণের, পাগড়ি তোমার ওই নূরের,
শির ঝুঁকায়ে বলে, ইলাহী, রো’ক উঁচু তাঁর বাণী নূরের॥
١٢. بينى پر نور پر رخشا هے بُكّه نوركا
هے لواء الحمد پر اڑتا پهر يرا تيرا
উচ্চারণ:
বানিয়ে পুর নূর পর রখশাঁ হ্যায় বুক্কাহ্ নূর কা,
হ্যায় লিওয়াউল হামদ পর উড়তা ফরীরা তেরা॥
কাব্যানুবাদ: ১২.
ঠিকরে যেই না দ্যূতি ও দূরের, নাসিকা, পরে প্রিয় সে নূরের
লিওয়ায়ে হামদের ওপর কি উড়ছে নিশান ওই নূরের॥
লেখক: আরবী প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম।