মহিষ বা গয়াল ও হরিণ দিয়ে কোরবানী হবে কিনা?

মহিষ বা গয়াল ও হরিণ দিয়ে কোরবানী হবে কিনা?

 মুহাম্মদ আবুল হোসাইন
আলফালাহ্ গলি, ২নং গেইট,
চট্টগ্রাম।
প্রশ্ন: মহিষ বা গয়াল ও হরিণ দিয়ে কোরবানী হবে কিনা? জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর: মহিষ, বহিষ, গরু-ছাগল (ছাগী ও হাসি) ভেড়া-দুব্বা, উট, ষাড়ের ন্যায় বলদ গরু ইত্যাদি গৃহপালিত হালাল পশু দ্বারা কুরবানী করা নিঃসন্দেহে জায়েয বা বৈধ। আর গয়াল ও হরিণ সাধারণত ইসলামী শরিয়তের দৃষ্টিতে বন্য বা জঙ্গলী পশুর অন্তর্ভুক্ত। যেহেতু কুরবানির জন্য হালাল ও পোষ্য গৃহ-পালিত পশু অপরিহার্য। তাই যে সব হালাল পশু সাধারণতঃ গৃহ পালিত ও পোষ্য নয় বরং বন জঙ্গলে পাহাড়ে যাদের বসবাস সেগুলো ঘরে/বাড়ী/খামারে পালনের ব্যবস্থা করলেও তা দিয়ে কুরবানি শুদ্ধ নয়। এ কারণে গয়াল ও হরিন দিয়ে কুরবানি শুদ্ধ হবে না। তবে মুসলমানের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সমূহ যথা বিয়ে, শাদী, ওরস-ফাতেহা ও জেয়াফত ইত্যাদিতে গয়াল ও হরিণ আল্লাহর নামে জবেহ করে খাওয়া জায়েয বা বৈধ। এ জাতীয় মাসআলা ইতোপূর্বে তরজুমান প্রশ্নোত্তর বিভাগে জিলহজ্ব সংখ্যায়ও বর্ণনা করা হয়েছে।

Share:

Leave Your Comment