গরু ও ছাগলের কয় ভাগে কুরবানি করা যায়?

গরু ও ছাগলের কয় ভাগে কুরবানি করা যায়?

 মুহাম্মদ সাইদুল আলম (রাব্বী)
কদলপুর, রাউজান, চট্টগ্রাম।
প্রশ্ন: গরু ও ছাগলের কয় ভাগে কুরবানি করা যায়? শরীয়তের আলোকে জানালে উপকৃত হব। 
উত্তর: মহান আল্লাহর প্রতি বান্দার পক্ষ থেকে ত্যাগ ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কুরবানী। কুরবানী করা সামর্থবান মুসলমানদের জন্য ওয়াজিব। পবিত্র কুরআনে কুরবানী করার ব্যাপারে সুষ্পষ্ট নির্দেশ রয়েছে। পবিত্র হাদীস এবং হানাফী মাযহাবের কিতাবে কোন পশু কয়জনের নামে কুরবানি করা যায় তার সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়। সাধারণত: হালাল গৃহপালিত পশু (যেগুলো বড় আকারের যেমন- উট, গরু, মহিষ সাতজনের পক্ষে ৭ ভাগ এবং ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে শুধু ১ জনের পক্ষে কুরবানী করা যায়। যা প্রিয়নবীর মহান আমল দ্বারা প্রমাণিত। প্রখ্যাত সাহাবী হযরত জাবের আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, প্রিয়নবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লামার সাথে আমরা হুদায়বিয়ায় ৭০টি উট নহর বা জবেহ করলাম এবং আমাদেরকে আদেশ দিলেন যে, আমরা যেন একটি উটের মধ্যে ৭ জন শরীক হই। [মুসলিম শরীফ, ১ম খন্ড, ৪২৪ পৃষ্ঠা, সুনানে দারমী,  ১ম খন্ড, ৫৪১ পৃষ্ঠা, শরহে মাআনীর আসার শরীফ,  ২য় খন্ড, ২৪৯ পৃ.]
 
অপর হাদীস শরীফে উল্লেখ রয়েছে-عن جابر رضى الله عنه قال ان النبى صلى الله عليه وسلم قال البقرة عن سبعة والجزورعن سبعة অর্থাৎ বিশিষ্ট সাহাবী হযরত জাবের রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন- গরু ও উট দ্বারা ৭ জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ‘শরহে মাআনীল আসার’ কিতাবে উল্লেখ রয়েছে- عن انس رضى الله عنه قال كان اصحاب النبى صلى الله عليه وسلم يشركن سبعة فى البدنة من الابل وسبعة فى البدنة من البقرة অর্থাৎ প্রিয় নবীজির বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, প্রিয়নবীর সাহাবাগণ একটি উটের মধ্যে ৭জন এবং একটি গরুর মধ্যে ৭ জন শরীক হতেন। [তাহাভী শরীফ, ২য় খন্ড, ২৫০ পৃ।]
 
ছোট আকারের কুরবানীর পশু তথা ছাগল, ভেড়া ও দুম্বা একটিতে একজনের অধিক শরীক হওয়া জায়েয নাই। তদ্রুপ হেদায়া কুরবানি অধ্যায়ে হাদীস শরীফের উদ্ধৃতি দ্বারা বর্ণনা করা হয়েছে যে, গরু ও উটের ক্ষেত্রে ১টিতে ৭ জন পর্যন্ত শরীক হতে পারবে আর মহিষ গরুর হুকুমের অন্তর্ভুক্ত। তবে ছাগল ও দুম্বাতে একটিতে একজনের কুরবানি জায়েয ও বৈধ। উল্লেখ্য যে, কেউ যদি ইচ্ছা করে গরু, মহিষ ও উট দিয়ে শুধুমাত্র একজনের নামে বা ২/৩ জনের নামে কুরবানী করতে চায় তাও করতে পারবে। এতে অসুবিধা নেই । 
[শরহে মাআনিল আসার, কুরবানীর অধ্যায়, ২য় খন্ড, ২৫০পৃ. কৃত, ইমাম আবু জাফর তাহাভী হানাফী র., মুখতাসারুল কুদুরী ও হেদায়া, কুরবানী অধ্যায় ইত্যাদি]

Share:

Leave Your Comment