আবসার মাহফুজ <> দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ খ্র্রিস্টাব্দে পাকিস্তানের জন্ম হয়েছিল। কিন্তু জন্মের পর থেকেই দেশটি আলোর পথ ছেড়ে হেঁটেছে অন্ধকারের দিকে। রাজনৈতিক নেতাদের হটকারিতার সুযোগে দেশটির রাজনীতির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। পরিণামে গণতন্ত্র শক্তি হারায়। গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা পায়নি। জনগণের মতামতের চেয়ে সেনাবাহিনীর মতই প্রাধান্য পেতে থাকে। সেনাবাহিনী যদিও সবসময় ক্ষমতা দখল করেনি, কিন্তু ক্ষমতার …
