বাতিল আক্বিদার লোক দ্বারা খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ইত্যাদি পড়ালে আদায় হবে কিনা?
শিব্বীর আহমদ ওসমানী- ইমাম-হোরারবাগ শেখ রশিদপাড়া
জামে মসজিদ, বোয়ালখালী, চট্টগ্রাম।
প্রশ্ন: লেবাসধারী ওহাবি, মওদুদী, আহলে হাদিসদের মাধ্যমে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ইত্যাদি দাওয়াত পড়ালে হবে কিনা?
উত্তর: ওহাবী, নজদী, লা-মাযহাবী, দেওবন্দী, শিয়া ও রাফেযী, কাদিয়ানী ও খারেজী আক্বীদাহ্ পোষণকারী মূলতঃ বে-দ্বীন। আর বে-দ্বীনের পেছনে নাময পড়া নাজায়েয ও গুনাহ্। তেমনিভাবে তাদেরকে দিয়ে বিভিণœ বরকতময় ও ফজিলতম-িত খতমাতগুলো আদায় করালে তা কবুল ও শুদ্ধ হবে না। বরং তাদের মাধ্যমে এ সব দাওয়াত পড়ানো তাদের ভ্রান্ত আক্বিদা সমর্থন করার নামান্তর। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান-আক্বিদা শুদ্ধ হওয়া । সুতরাং ঈমান-আকিদা ঠিক নেই এমন কাউকে দিয়ে বরকতময় খতমগুলো পড়ালে উক্ত খতমাত আদায় হবে না। তাদেরকে এসব খতমসমূহে দাওয়াত দেওয়া হতে বিরত ও পরহেজ করা জরুরি।