Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

বাতিল আক্বিদার লোক দ্বারা খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ইত্যাদি পড়ালে আদায় হবে কিনা?

বাতিল আক্বিদার লোক দ্বারা খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ইত্যাদি পড়ালে আদায় হবে কিনা?

 শিব্বীর আহমদ ওসমানী- ইমাম-হোরারবাগ শেখ রশিদপাড়া
জামে মসজিদ, বোয়ালখালী, চট্টগ্রাম।
প্রশ্ন: লেবাসধারী ওহাবি, মওদুদী, আহলে হাদিসদের মাধ্যমে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ইত্যাদি দাওয়াত পড়ালে হবে কিনা? 
উত্তর: ওহাবী, নজদী, লা-মাযহাবী, দেওবন্দী, শিয়া ও রাফেযী, কাদিয়ানী ও খারেজী আক্বীদাহ্ পোষণকারী মূলতঃ বে-দ্বীন। আর বে-দ্বীনের পেছনে নাময পড়া নাজায়েয ও গুনাহ্। তেমনিভাবে তাদেরকে দিয়ে বিভিণœ বরকতময় ও ফজিলতম-িত খতমাতগুলো আদায় করালে তা কবুল ও শুদ্ধ হবে না। বরং তাদের মাধ্যমে এ সব দাওয়াত পড়ানো তাদের ভ্রান্ত আক্বিদা সমর্থন করার নামান্তর। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান-আক্বিদা শুদ্ধ হওয়া । সুতরাং ঈমান-আকিদা ঠিক নেই এমন কাউকে দিয়ে বরকতময় খতমগুলো পড়ালে উক্ত খতমাত আদায় হবে না। তাদেরকে এসব খতমসমূহে দাওয়াত দেওয়া হতে বিরত ও পরহেজ করা জরুরি। 

Share:

Leave Your Comment