ব্যাংকে টাকা জমা রাখলে বা এফ.ডি.আর/ডি.পি.এস.-এর লাভের টাকাগুলো কি সুদের আতায় আসবে?

ব্যাংকে টাকা জমা রাখলে বা এফ.ডি.আর/ডি.পি.এস.-এর লাভের টাকাগুলো কি সুদের আতায় আসবে?

 মুহাম্মদ আব্দুর রহিম-কাহারঘোনা, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রশ্ন: ব্যাংকে টাকা জমা রাখলে বা এফ.ডি.আর/ডি.পি.এস.-এর লাভের টাকাগুলো কি সুদের আতায় আসবে? জানালে উপকৃত হব।
উত্তর: ইসলাম ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। যেমন পবিত্র কুরআনের বাণী احل الله البيع وحرم الربوا অর্থাৎ আল্লাহ্ ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। [সূরা বাক্বারা, আয়াত-২৭৫]
অপর আয়াতে রয়েছে- يمحق الله الربوا অর্থাৎ আল্লাহ্ সুদকে নিশ্চিহ্ন করেন। [প্রাগুক্ত]
সুতরাং বাংলাদেশে বর্তমানে যে সমস্ত ব্যাংক বা ব্যাংকিং লেনদেনে ব্যাংকে টাকা জমাদানকারী (ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কে এফ.ডি.আর/ডি.পি.এস.-এর বিপরীতে বা জমাকৃত টাকার বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট হারে শতকরা যে হারে ইনট্রেস্ট বা লভ্যাংশ প্রদান করে থাকে তা সুদের অন্তর্ভুক্ত নয়’ বলে বর্তমান যুগের কিছু কিছু মুফতি/ফকিহ্ অভিমত ব্যক্ত করেছেন। তবে প্রখ্যাত বরেণ্য হক্কানী-মুহাক্কিক ফোকাহায়ে কেরাম তা সুদের অবকাশ হতে মুক্ত নয় বলে অভিমত ব্যক্ত করেছেন। তাছাড়া হযরত ওমর ফারুকে আযম রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন-
عن عمر رضى الله عنه قال من اخر ما نزل اية الربا وان رسول الله صلى الله عليه وسلم قَبَضَ قبل ان يفترها لنا فدعوا الربا والريبة ـ[ابن كثير ـ جـ ـ১, صفحه ৩৬]
অর্থাৎ হযরত ওমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন- সুদ সম্পর্কে যখন সর্বশেষ আয়াত নাযিল হলো, প্রিয়নবী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম আমাদেরকে উক্ত আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করার পূর্বে ইন্তেকাল করেছেন। সুতরাং তোমরা সুদ বর্জন কর এবং এমন জিনিসও বর্জন কর, যাতে সুদের সন্দেহ রয়েছে।
[ইবনে কাসীর-১ম খ-, ৩৬পৃ. সূরা বাক্বারার ২৭৬নং আয়াতের তাফসীর দ্র.]
মুহাক্বক্বিক্ব ওলামায়ে কেরামের মতে যেহেতু ব্যাংকের ইনট্রেস্ট/লভ্যাংশ সুদের অবকাশ হতে মুক্ত নয়, সুতরাং ইনট্রেস্ট/লভ্যাংশ গ্রহণ করে গরীব/মিসকিনকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। এটাই নিরাপদ।

Share:

Leave Your Comment