আমার ব্যাংক হিসাবে প্রতি মাসে কিছু টাকা জমা করে বর্তমানে ৭০,০০০/- হয়। টাকাগুলো আমার হস্তগত নয়; ব্যাংকেই জমা রয়েছে। উল্লেখ্য যে, উক্ত টাকার কিছু অংশ ব্যাংকে জমা করণের সময়ের পরিমাণ ১ বছর অতিক্রান্ত হয়েছে আর কিছু অংশের হয় নাই। এমতাবস্থায় যাকাত আদায় করতে হবে কিনা?
মুহাম্মদ আকিব
ফিরিঙ্গবাজার, চট্টগ্রাম।
প্রশ্ন: আমার ব্যাংক হিসাবে প্রতি মাসে কিছু টাকা জমা করে বর্তমানে ৭০,০০০/- হয়। টাকাগুলো আমার হস্তগত নয়; ব্যাংকেই জমা রয়েছে। উল্লেখ্য যে, উক্ত টাকার কিছু অংশ ব্যাংকে জমা করণের সময়ের পরিমাণ ১ বছর অতিক্রান্ত হয়েছে আর কিছু অংশের হয় নাই। এমতাবস্থায় যাকাত আদায় করতে হবে কিনা? জানালে উপকৃত হব।
উত্তর: নিসাব পরিমাণ স্বীয় সম্পদ ১ বছর নিজ আয়ত্ত্বাধীন থাকা যাকাত ওয়াজিব হওয়ার পূর্বশর্ত। নিসাব হলো ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ তোলা স্বর্ণ বা উভয়টি মিলে ৫২.৫ সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকলে সে সম্পদের যাকাত দিতে হবে। বর্তমানে কারো কাছে যদি ৫৫/৬০ হাজার নগদ অর্থ পূর্ণ এক বছর জমা বা মৌলিক ও প্রয়োজনীয় চাহিদা মিটানোর পর অবশিষ্ট থাকে বা ব্যাংকে জমা থাকে তার (সে সম্পদ/মালের) ওপর যাকাত ফরজ। সুতরাং এক বছর পূর্ণ হওয়া জমা টাকার পরিমাণ যদি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত দিতে হবে।