Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

আল্লাহর উপর ঈমানের দাবী

আল্লাহর উপর ঈমানের দাবী

আল্লাহর উপর ঈমানের দাবী

আল্লাহর উপর ঈমান যে সমস্ত বিষয় দাবী করে তা হল- ১. আল্লাহকে ভালবাসা (محبة الهى) ২. আল্লাহর আনুগত্য (اطاعة الهى) ৩. আল্লাহর উপর ভরসা (توكل على الله)

প্রত্যেকটার বিস্তারিত বিবরণ

০১. আল্লাহকে ভালবাসা

কোন জিনিসের সাথে অন্তরের সম্পর্ককে ভালবাসা বলে। অস্থায়ী দুনিয়ার সাথে ভালবাসা হলে সে ভালবাসা হবে অস্থায়ী। অবিনশ্বর রবের সাথে ভালবাসা হলে তা হবে চিরস্থায়ী। তাই একজন ঈমানদার দুনিয়ায় আল্লাহকে সবকিছুর উপর অর্থাৎ সর্বাপেক্ষা বেশী ভালবাসে।

এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা ক্বোরআন মজীদে ইরশাদ করেছেন- وَالَّذِيْنَ اَمَنُوْا اَشَدُّ حُبًّا لِلّهِ অর্থাৎ ঈমানদারের অন্তরে আল্লাহর ন্যায় কারো ভালবাসা নেই। [সূরা বাক্বারা, আয়াত-১৬৫]

ঈমানদার যখন আল্লাহকে ভালবাসেন তখন তার নিজের কোন অভিলাষ থাকে না, সব কাজ আল্লাহর জন্য করে থাকেন। এ প্রসঙ্গে ক্বোরআন মাজীদে ইরশাদ হয়েছে- قُلْ اِنَّ صَلاَتِيْ وَنُسُكِىْ وَمَحْيَاىَ وَمَمَاتِىْ لِلهِ رَبِّ الْعلَمِيْنَ

তরজমাঃ আপনি বলুন! নিঃসন্দেহে আমার নামায, আমার ক্বোরবানী, আমার জীবন এবং আমার মরণ সবই আল্লাহর জন্য, যিনি রব সমগ্র জাহানের। [সূরা আন’আম, আয়াত-১৬২, তরজমা- কান্‌যুল ঈমান]

ঈমানদার যখন নিজের কোন অস্তিত্ব খুঁজে পায়না, বরং সর্বত্র আল্লাহ্‌র জল্‌ওয়া দেখতে পায়, তখন তিনি পরিপূর্ণ ঈমানদার হন। আল্লাহর ভালবাসা ছাড়া তাঁর কাছে আর কিছুই থাকে না। এ প্রসঙ্গে নবী করীম সাল্লাল্লাহু তাজ্ঞআলা আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে ইরশাদ করেছেন- مَنْ اَحَبَّ لِلهِ وَاَبْغَضَ لِلهِ وَمَنَعَ لِلهِ فَقَدِ اسْتَكْمَلَ الْاِيْمَانَ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবেসেছে, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করেছে, আল্লাহর ওয়াস্তে দান করেছে এবং আল্লাহরই নিমিত্তে রুখেছে, তাহলে ঈমান পূর্ণাঙ্গ হয়েছে।                       [সুনানে আবূ দাউদ]

আল্লামা রুমী মসনভী শরীফে বলেছেন-

উচ্চারণঃ ইশক্ব্‌ আঁ শো’লাহ্‌ আস্ত কেহ্‌ চোঁ-কেহ্‌ বরোখত

              হারকেহ্‌  জুয্‌  মা’শূক্ব  বাকী  জুম্‌লাহ্‌  সূখ্‌ত।

অর্থাৎ ইশ্‌ক্ব এমন একটি অগ্নিশিখা যে, যখন তা প্রজ্জ্বলিত হয়ে ওঠে, তখন সেটা আপন প্রেমাষ্পদ ছাড়া সবকিছুকেই জ্বালিয়ে দেয়।

[গাউসিয়া তরবিয়াতী নেসাব, পৃ. ১০-১১]