মাসিক তরজুমানের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে
ঘোষণা
মাসিক তরজুমানের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে
সম্মানিত পাঠক! গত এক বৎসর থেকে কাগজসহ মুদ্রণ সামগ্রীর কয়েক দফা মূল্য বৃদ্ধি ঘটেছে। অত্যধিক মূল্য বৃদ্ধির কারণে প্রকাশনা টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তাই আমরা একান্ত বাধ্য হয়ে মাসিক তরজুমানের মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছি। মাসিক তরজুমানের আগামী (মাহে রজব) সংখ্যা থেকে প্রতি কপির মূল্য ৩০/- (ত্রিশ) টাকা নির্ধারণ করা হলো। বার্ষিক গ্রাহক ফি সারা দেশে ৩৬০/- (তিনশত ষাট) টাকা নির্ধারণ করা হলো।
সম্মানিত পাঠক, গ্রাহক, শুভানুধ্যায়ীদেরকে আন্তরিক সহযোগিতা কামনা করছি। -সম্পাদক