মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান> ইসলামের চারটি বুনিয়াদী (মৌলিক) পরিভাষা রয়েছে ‘ইলাহ্’ ‘রসূল’, ‘নবী’ এবং ঈমান। এ নিবন্ধে ‘নবী’ সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়াস পাবো। ‘নবী’ (نبى) শব্দটি نَبَأْ (নাবাউন) থেকে صفت مشبه (সিফাতে মুশাব্বাহ্) ‘নাবাউন’ মানে যদি ‘খবর (সংবাদ) হয়, তবে ‘নবী’ মানে হবে ‘খবর ওয়ালে’ (সংবাদ বিশিষ্ট)। যেমন كَرِيْمٌ (কারীম) ‘করম ওয়ালে’ رَحِيْمٌ (রহম ওয়ালে), …