মূল: আল্লামা আবূ তানভীর মুহাম্মদ রেযাউল মোস্তফা আল-ক্বাদেরী ভাষান্তর : অধ্যক্ষ মাওলানা আবূ আহমদ জামেউল আখতার চৌধুরী ভূমিকা: নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর সম্মানিত পিতা-মাতার ইন্তেক্বাল হয়েছিল হযরত ঈসা আলায়হিস্ সালামের নুবূয়তের যুগের পর এবং ইসলামের আবির্ভাব হওয়ার পূর্বে। সুতরাং এ সময় তাঁরা ছিলেন তাওহীদ ও ‘লা-ইলাহা ইল্লাল্লাহ্’ তথা আল্লাহ্র একত্ববাদে বিশ্বাসী। প্রিয়নবীর সময় …