মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু নওশাদ নঈমী > পরিচয় নাম আলী। কুনিয়াত বা উপনাম আবু তুরাব। তাঁর সম্মানিত পিতা- হুযুর সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম’র চাচা আবু তালিব। হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু যুবক অবস্থায় ইসলাম কবুল করেন। ইসালাম গ্রহণের সময় তাঁর বয়স কতো ছিলো এ বিষয়ে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় পনেরো, এক …
