মহানবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম’র মানবপ্রেম- মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী > মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম যখন অবিশ্বাসীদের হাতে অত্যারিত হয়েছেন তখনও তাদের হেদায়েত বা সত্যের পথে আসার জন্য সত্য উপলব্ধি করার শক্তিদানের জন্য এবং তাদের মঙ্গল ও কল্যাণের জন্য আল্লাহ্ তা‘আলার দরবারে দো’আ করেছেন। বিশ্বনবী …
