ইমরান হুসাইন তুষার> বাংলা সাহিত্য ভূবনে নজরুল চির বিস্ময়কর এক অধ্যায়। কী স্থান পায় নি তাঁর সাহিত্য সম্ভারে? পুথিঁগত বিদ্যার বাহিরেও যে জ্ঞানের বিশাল জগৎ আছে। তা হয় তো নজরুলের আগমন না হলে, বাঙ্গালীর জানাই হতো না। ঐশী দানে পূর্ণভানে নজরুলের সাহিত্যধারা। তিনি ঈদ নিয়ে লিখেছে ডজন খানেক গান, কবিতা। এসব গান-কবিতার অন্তর নিহিত আহবান …
