শিয়া ধর্মাবলম্বীদের জঘন্য-গর্হিত কাজ মুত্‘আহ্ (সাময়িক বিবাহ্) সম্পর্কে শরীয়তের বিধান তরজুমান ডেস্ক ===== ‘সহীহাঈন’ (বোখারী ও মুসলিম শরীফ)-এ হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, ‘রসূল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ‘নিকাহে মুত্‘আহ্’ (সাময়িক বিবাহ্)কে ‘খায়বার’-এ নিষিদ্ধ (হারাম) করেছেন। এতদ্সঙ্গে গৃহপালিত গাধার গোশতও। ইতোপূর্বে মুত্‘আহ্ বিবাহ্ জায়েয (বৈধ) ছিলো। ‘মুত্ব‘আহ্ বিবাহ্’ হচ্ছে- নির্ধারিত সময়সীমার জন্য নির্ধারিত মহর …