সংগঠন সংবাদ
আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা
সত্যের উপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় গত ২৯ জুলাই ২০২৩ ইং শনিবার বাদ মাগরিব হতে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খান্কাহ শরীফে শোহাদায়ে কারবালা মাহফিল ও গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়।
মাহফিলে বক্তারা বলেন- আহলে বায়তে রাসূলের প্রতি মুহাব্বত প্রদর্শন করা মু’মিন মুসলমানদের উপর অবশ্য কর্তব্য। তাই আহলে বায়ত ও শোহাদায়ে কারবালা স্মরণে এ মাহফিল আয়োজন। মহররম অতি সম্মানিত মাস। এ মাসের ১০ তারিখ বিশ্ব মুসলিমের জন্য অতিগুরুত্ববহ দিবস। বিশেষত ৬১ হিজরিতে ইমাম আলী মকাম ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু ইসলামের স্বকীয়তা রক্ষার জন্যে সপরিবারে কারবালার ময়দানে যে নাজিরবিহীন ত্যাগ স্বীকার করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় নবীজীর প্রদর্শিত দ্বীনকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়ে প্রিয়নবীর আহলে বায়তগণ নিজ প্রাণ উৎসর্গ করেছিলেন তবুও দুশ্চরিত্র ইয়াজিদের বস্যতা স্বীকার করেন নি। ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু’র এ ত্যাগ যুগে যুগে সত্যানুসন্ধানী মু’মীন মুসলমানদের সত্যের উপর অটল থাকার প্রেরণা যোগাবে। বক্তারা শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল থেকে শিক্ষা নিয়ে হোসাইনী চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের যাবতীয় বিধিবিধান পালনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাহফিলে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন,জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, গাউসিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ সাহজাদ ইবনে দিদার, আনজুমান ট্রাস্ট’র সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ আবদুল হামিদ, তছকীর আহমদ, মুহাম্মদ কমরুদ্দীন সবুর, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসূল খাঁন বাবু, মোহাম্মদ হোসেন খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাহবুবুল হক খাঁন, চট্টগ্রাম মহানগর’র সহ-সভাপতি আর. ইউ. চৌধুরী শাহীন, সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ্ প্রমুখ।
জামেয়ার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনায় মুনাজাত করেন।
গাউসিয়া কমিটি রংপুর জেলা
গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে মাহফিল এবং বাদ মাগরিব পবিত্র গিয়ারভি শরিফ গত ২৯ জুলাই শহরের নিউ ইন্জিনিয়ার পাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল কাদির খোকন। উপস্থিত ছিলেন আব্দুল মান্নান শরীফ বাবলু, আলহাজ্ব মুজিবুর রহমান, আলহাজ্ব মকবুল হোসেন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবুল কাশেম, মিসবাহ আহমেদ, মিলন, আবু রায়হান ও অন্যান্য পীর ভাইগণ। ইয়াওমে আশুরার তাৎপর্য আলোচনা করেন মাওলানা আবুল কাশেম এবং মাওলানা শাহিদার রহমান। দোয়া মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ সাহিদার রহমান।
সৈয়দপুর উপজেলা গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসায় গত ১৮ জুলাই আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)’র পবিত্র উরশ উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
আলহাজ্ব আলি ইমাম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওলাদে আ’লা হযরত তাওছিফ রেযা খান ব্রেলভী (ম. জি.আ.)। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আলিম উদ্দিন রিজভী মুর্শিদবাদ, ভারত। মাওলানা খুরশিদ আলম মানিক নুরী ও মাওলানা আব্দুল মান্নান আশরাফীর পরিচালনায় মাহফিলে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আওলিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা সাবির হোসেন নুরী, আবাসন মসজিদের খতিব মাওলানা মুর্শেদুল ইসলাম নুরী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম আহমদ চুন্নু, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী জিলানী, মুহাম্মদ শফি রেযা, হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানী, আফতাব আলম বাবু বখশি, হাজি জুবায়ের আলম এমাদী, সৈয়দ মমতাজ রসুল, আলহাজ্ব আজহার সুলতান রিজভী, মাওলানা জুনায়েদ আল হাবীব বরকাতি, মাওলানা আব্দুল জব্বার রিজভী, হাফেজ মাওলানা শাহিদ রেযা, মাওলানা মমিনুল ইসলাম নুরী, মাওলানা শাহজাদা হোসেন, মাওলানা ইমরান হাবীব, হাফেজ রিজওয়ান কাদেরী, মাওলানা বেলাল, হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদ প্রমুখ।
গাউসিয়া কমিটি নারায়ণগঞ্জ ১২নং ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১২নং ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় গত ২৮ জুলাই শুক্রবার বাদ মাগরিব থেকে খানপুর রেললাইন জামে মসজিদে শাহাদাতে কারবালা স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মাহফিলে প্রধান অতিথি ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। প্রধান মেহমান ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোবারক হোসেন। বিশেষ মেহমান ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন আল-ক্বাদেরী, মহানগর শাখার দাওয়াতে খায়ের সম্পাদক ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ মাঈনুল হাসান ক্বাদেরী, ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রুবেল। মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মাওলানা মুফতী জাকারিয়া হোসাইন তাহেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার।
গাউসিয়া কমিটি দাম্মাম শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব দাম্মাম শাখার উদ্যাগে ঈদপূণর্মিলনী অনুষ্ঠান ও আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত গাউসে জামান হযরত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর ৩১তম ওরশ মোবারক গাউসিয়া কমিটি দাম্মাম শাখার আহ্বায়ক মোহররম আলীর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় দাম্মাম আল হালিজ রায়ান হসপিটাল সংলগ্ন হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি দাম্মাম শাখার যুগ্ম আহ্বায়ক ডাঃ আহমদ সাইদ, সদস্য সচিব আবু নাঈম সিকদার, হাফেজ মুহাম্মদ মোজাম্মেল, ওয়াহিদুল ইসলাম, মুহাম্মদ মিনহাজ সহ কমিটির নেত্ববৃন্দ।
গাউসিয়া কমিটি পটিয়া সুচক্রদণ্ডী ওয়ার্ড
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার আওতাধীন সুচক্রদন্ডী ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল ও আওলাদে রাসুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) সালানা ওরস মোবারক স্থানীয় নাসির মুহাম্মদ সিদ্দিকী জামে মসজিদ সংলগ্ন মাঠে শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভা শাখার সভাপতি আলহাজ্ব কাজী আবু মহসিন। বিশেষ অতিথি ছিলেন যুব সংগঠক মুহাম্মদ বদিউল আলম,হাজী শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। তকরির করেন মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ রাশেদ খান, মুহাম্মদ শওকত হোসেন, মুহাম্মদ হাসমত আলী, মুহাম্মদ জামাল উদ্দিন, ছগির আহমদ, মুহাম্মদ মাহবুবুর রহমান, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ শামসুল আরেফিন জুনাঈদ।
গাউসিয়া কমিটি হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়া ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার উদ্যোগে আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে হযরত সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (র.), হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)’র ওরশ শরীফ উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল, প্রশিক্ষণ কর্মশালা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৩১ জুলাই হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুুহাম্মদ নুর ছোবহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পশ্চিম পটিয়া শাখার সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা এয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম বয়ানী। বক্তব্য রাখেন কে. এম. আকতার হোসেন মাষ্টার, মাওলানা শওকতুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, কাজী আলমগীর, দিদারুল ইসলাম খাঁন। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইলিয়াছ, সৈয়্যদ মোজাম্মেল নুর সিদ্দিকী, মুুহাম্মদ ইদ্রিস, আবদুল হাকিম সওদাগর, রেজাউল করিম, মোজাম্মেল হক, মহিউদ্দীন খাঁন, শাহজাহান সাজু, মাওলানা কুতুব উদ্দীন, জসিম উদ্দীন, মুহাম্মদ নাছিম, হায়দার আলী, নুর আলী চৌধুরী, শায়ের নজরুল, তৌহিদুল ইসলাম নুরী, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ বাবলু, তৌহিদুল ইসলাম, মুহাম্মদ আসিফ, মুুহাম্মদ সজিব, নুরুল ইসলাম জসিম, মুুহাম্মদ ইদ্রিস, টিপু সুলতান, আরফাত সিকদার, জাবেদ হোসেন, জাহেদ নুর, আবুল মিয়া, মুহাম্মদ রিয়াদ, শহিদুল ইসলাম লিটন, মুহাম্মদ মাহবু, মুহাম্মদ নেজাম, মুহাম্মদ মিজান প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন কমিটির পক্ষ হতে বিভিন্ন ওয়ার্ড শাখাকে কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়।
গাউসিয়া কমিটি লতিফপুর ওয়ার্ড শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ, আকবরশাহ্ থানার আওতাধীন লতিফপুর ওয়ার্ডের উদ্যোগে আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহমাতুল্লাহি আলাইহি এর ৩১ তম বার্ষিক ওরশ মাহফিল গত ১৫ জুলাই বাদে মাগরিব হতে লতিফপুর পাকা রাস্তার মাথা মদনী জামে মসজিদ প্রাঙ্গনে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন, পাহাড়তলী থানা কমিটির অর্থ সম্পাদক মুহাম্মদ কামাল আহমদ মজু, পাহাড়তলী থানা কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রানা, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ফারুকী সুমন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নাইমুল হাসান তানবীর ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড সাবেক সভাপতি মোহাম্মদ মঈনুল আবেদীন চৌধুরী। আরও বক্তব্য রাখেন মদনী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও লতিফপুর ৮নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ আজম, লতিফপুর ওয়ার্ডের দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা মুহাম্মদ অলিউজ্জামান আজাদ, মাওলানা মুহাম্মদ রোকন ইরফান, মদনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ জিয়াউদ্দিন, রহমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর কাট্টলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান। আলীর হাট আলী নগর ইউনিটের সভাপতি মোহাম্মদ আবু নাসের, আবু জাফর শাহ্ ইউনিটের সভাপতি মোহাম্মদ রবিউল হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন সমুন ও সাংগঠনিক সম্পাদক শাজরাতুল ইয়াকিন শাওয়াল।
পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাধীন পতেঙ্গা থানার ৪০নম্বর ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আওলাদে রাসুল গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর স্মরণে আলোচনা সভা ও দা’ওয়াতে খায়ের মাহফিল মুহাম্মদ আলী শাহ (রহ.) মাজার গেইটস্থ ৪০নং ওয়ার্ড শাখার অস্থায়ী কার্যালয়ে গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দিন। দাওয়াতে খায়ের মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম এবং মাওলানা মুহাম্মদ মনির এতে প্রধান অতিথি ছিলেন, পতেঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক কায়দা আজম, উপস্থিত ছিলেন ওয়ার্ডের সহ সভাপতি আলহাজ্ব এস এম হাসান, সাধারণ সম্পাদক নুরুল আবছার, মুন্সি মিয়া, মোহাম্মদ মাজেদুল হক মাসুম, সালাউদ্দিন, মামুন, জলিল, আব্দুর রহমান, জিয়া, ইব্রাহীম।
গাউসিয়া কমিটি ফতেপুর ইউনিয়ন শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা ম্মরণে ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ওরশ উপলক্ষে সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কালাম শাহ আল আমেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুরশেদুল আলম ফোরকানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব এডভোকেট মোহাম্মদ মোসাহেব উদ্দীন বখতিয়ার।
প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শাইখুল হাদীস আল্লামা হাফেজ কারী আশরাফুজ জামান আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্রগ্রাম উত্তর জেলার সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সভাপতি মোহাম্মদ হারুন সওদগর, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জায়নুল আবেদীন, মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল, মাওলানা মোহাম্মদ সেলাইমান আলকাদেরী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুল আলম আল কাদেরী, মাওলানা মুফতি মোহাম্মুমদ জামাল উদ্দীন আলকাদেরী, মুফতি সৈয়দ মোহাম্মদ আব্দুর রউফ আলকাদেরী, মোহাম্মদ আবুল হাশেম সওদাগর,মোহাম্মদ সেকান্দর মিয়া, মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকি, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আবু তালেব কাদেরী প্রমূখ।
পটিয়া খানকাহ-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া
পটিয়া জঙ্গলখাইনস্থ খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়্যবিয়া তাহেরিয়ায় খানকা শরীফ পরিচালনা কমিটি ও শোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে গত ২০ জুলাই থেকে ২৯ জুলাই আহলে বায়তে রসূল স্মরণে ১০ দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল জঙ্গলখাইনস্থ খানকা শরীফে অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান ও বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, প্রধান ওয়ায়েজ ছিলেন আলহাজ্ব আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মাওলানা জয়নাল আবেদীন কাদেরী, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ সোলায়মান আলী রজভী, মাওলানা মোস্তফা রহিম আল-আযহারী, ড. সৈয়দ হাসান আল-আযহারী, আল্লামা ফখরুদ্দিন আলকাদেরী, গাজী আল্লামা আবুল কালাম বয়ানী, মুফতি গোলাম রব্বানী কাশেমী এবং বিশেষ ওয়ায়েজ ছিলেন যথাক্রমে ক্বারী মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলকাদেরী, মাওলানা মুহাম্মদ বখতেয়ার হামিদ আলকাদেরী, সৈয়দ মাওলানা তকিউদ্দীন আলকাদেরী, শাহযাদা সৈয়দ আশরাফ রেজা সাঈফ, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন আলকাদেরী, মাওলানা কফিল উদ্দীন আলকাদেরী, মাওলানা খায়রুল আমিন চিশতী, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দীন ছিদ্দিকী প্রমুখ। ১১ মহররম গেয়ারভী শরীফ, মিলাদ ও দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
বায়েজিদ শীতলঝর্ণা মসজিদে রহমানিয়া
ইসলামের ৩য় খলিফা, হযরত ওসমান জিন নুরাঈন রাদিআল্লাহু তাআ’লা আনহু, আওলাদে রাসুল, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র সালানা ওরস মোবারক ও আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমানের মাতা সৈয়দা সাখিনা বেগম ও সহধর্মিণী মরহুমা আলহাজ্বা সৈয়দা জাহানারা বেগমের মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (সাবেক) আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে চট্টগ্রাম বায়েজিদ শীতলঝর্ণা আ/এলাকাস্থ মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ায় অনুষ্ঠিত হয়।
এতে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আলকাদেরী, চান্দগাওঁস্থ নজিরিয়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আলকাদেরী, ঢাকাস্থ রেলওয়ে গাউসুল আযম জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী প্রমুখ।
বক্তাগণ – ইসলামের ৩য় খলিফা, জামেউল কুরআন হযরত ওসমান জিন নুরাঈন রাদিআল্লাহু তাআ’লা আনহু এর চরিত্র, আদর্শ ও ইসলামে তাঁর দানশীলতা ও ত্যাগ অনুসরণের জন্য মুসল্লীদের প্রতি আহ্বান জানান।
গাউসিয়া কমিটির সাংগঠনিক তৎপরতা
হবিগঞ্জ জেলা কমিটির সভা
হবিগঞ্জ জেলা গাউসিয়া কমিটির সাথে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ১২ আগস্ট অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সভাপতিত্বে গাউসিয়া মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মুফতি আবু ছাফওয়ান আশরাফুল ওয়াদুদের সঞ্চালনায় এতে প্রধান মেহমান ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ লুৎফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, হাজী মজলিশ মিয়া, শেখ মোহাম্মদ আইয়ুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবুল খায়ের শানু, সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা সাইফুল মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দাওয়াতুল খায়ের সম্পাদক মুফতি ফজলুল হক, সহ সম্পাদক মুফতি মুজিবুর রহমান খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম, প্রচার সম্পাদক কাজী মাওলানা হাবিবুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল আজিজ সোহেল, সমাজসেবা সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ রুবেল, তথ্য বিষয়ক সম্পাদক সৈয়্যদ মোহাম্মদ আলী বশনী প্রমুখ। বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হাই, বানিয়াচং উপজেলা সভাপতি মোহাম্মদ রমজান আলী, নবীগঞ্জ উপজেলা সভাপতি আবু সাইদ রিমন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ তোফাজ্জুল হক আনসারী, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, বাহুবল উপজেলা উত্তর সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম, চুনারুঘাট পৌরসভা আহ্বায়ক মাওলানা জিল্লুর রহমান সহ অন্যান্য উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ। বক্তাগণ উল্লেখ করেন, ১৯৮৬ সনে গঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ এখন বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শাখা বিস্তার করেছে। বিগত করোনা মহামারীর সময় এবং বন্যাদূর্গত মানুষের মধ্যে যেসকল মানবিক সেবা দান করেছে তা এদেশের মানুষের মণিকোঠায় গেথে গিয়েছে।
হবিগঞ্জ জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও জাকঝঁমকপূর্ণ ভাবে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী আয়োজনের প্রস্তাব গৃহীত হয়। প্রতিষ্ঠান ভিত্তিক গাউসিয়া কমিটির যুগান্তকারী খেদমতের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের মূল সংস্থা আনজুমান-এ রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে এদেশে অসংখ্য কামিল, ফাজিল, আলিম, দাখিল মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানা এবং খানকা শরীফ পরিচালিত হচ্ছে। হবিগঞ্জে গাউসিয়া মাদ্রাসা ও শরীফাবাদ দাখিল মাদরাসা কেন্দ্রীয় আনজুমানের নিয়মিত পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আগামীতে প্রায় ২০টি প্রতিষ্ঠান আনজুমানের অধীনে দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। গাউসিয়া কমিটির তৃণমূল পর্যায়ে আরও কমিটি বিস্তার করে সকলকে দ্বীনি খিদমত ও মানবিক সেবায় অবদান রাখার জন্য তিনি আহ্বান জানান।
বড়লিয়া ৮ নম্বর ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়াস্থ বড়লিয়া ইউনিয়ন আওতাধীন ৮নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল স্থানীয় জামে মসজিদে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম বাবুর সভাপত্বিতে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উদ্বোধক ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আলী আকবর খান। প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী শামীম। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাজি মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ শফিকুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আবছার। নির্বাচন কমিশনার ছিলেন যথাক্রমে বড়লিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোছাইন, মাহবুবুল আলম তালুকদার, ডা. আজমগীর, জামসেদ শরীফ রনি। এতে আরো উপস্থিত ছিলেন আমানত উল্লাহ, মুহাম্মদ শহীদুল আলম কাদেরী, ওয়াহিদ মুরাদ, ফেরদৌস সওদাগর, আলী আজগর সওদাগর, ইঞ্জিনিয়ার ইমরান খান, রফিকুল ইসলাম, দেলোয়ার হোছাইন, শাহাদাত হোছাইন, এমরান হোসেন, ইলিয়াছ সওদাগর বাবুল, আজিজুর রহমান, খয়রাতি মিয়া, বাহাদুর খান, উমর ফারুক সুমন, আবদুল মান্নান, আবু তৈয়্যব, মামুন খান, মাওলানা ইমাম হোছাইন, হাফেজ তানভির মাহতাব, আলা উদ্দিন, সোলাইমান, কাইছার আলম, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সাজ্জাদ হোছাইন প্রমূখ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ মফিজ আহমদকে সভাপতি, মুহাম্মদ হাসান সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ ইয়াকুব হোছাইন খান (মানিক)কে সাংগঠনিক সম্পাদক করা হয়। কাউন্সিল সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ তাজুল ইসলাম খান।
দাওয়াতে খায়র মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা
গাউসিয়া কমিটি বাংলাদেশ আকবরশাহ্ থানার আওতাধীন লতিফপুর ওয়ার্ডে আহমদ উল্ল্যাহ কাজী বাড়ী জামে মসজিদের দ্বিতীয় তলায় গত ২২ জুলাই দিন ব্যাপী দাওয়াতে খায়র মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন লতিফপুর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানী। উক্ত কর্মশালা পরিচালনা করেন লতিফপুর ওয়ার্ডের দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ অলিউজ্জামান আজাদ ও সহযোগী হিসেবে ছিলেন লতিফপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ সালামত আলী। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেব প্রশিক্ষণ দেন ১. ড. মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, ২. কারী মাওলানা নুর মোহাম্মদ কাদেরী, ৩. মাওলানা আবদুল কাদের সাকিব, ৪. মাওলানা আবদুল আউয়াল ফোরকানী, ৫. মাওলানা আবদুল মালেক।
ফতেনগর সিকদার বাড়ী শাখার অভিষেক সম্পন্ন
গাউসিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশস্থ জোয়ারা ইউনিয়ন শাখার আওতাধীন ফতেনগর সিকদার বাড়ী শাখার অভিষেক অনুষ্ঠান গত ৩০ জুলাই ফতেনগর সিকদার বাড়ীস্থ খানকাহ্-এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স এ মুহাম্মদ আনোয়ারুল আহাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জোয়ারা ইনিয়ন শাখার উপদেষ্টা মাস্টার কবির আহমদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দীন। বিশেষ অতিথি সোহেল রানা সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য গত ৩০ জুন অত্র শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আনোয়ারুল আহসানকে সভাপতি, জুনায়েদ উদ্দীনকে সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ৫২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কর্ণফুলী উপজেলার মানবিক সেবা প্রতিবেদন প্রকাশ
গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী মানবিক টিম কর্তৃক মানবিক সেবা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান ২৬ জুলাই শিকলবাহাস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলীর টিম প্রধান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি শিকলবাহা দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বড় উঠান ইউনিয়ন গাউসিয়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ জামাল সওদাগর, মাওলানা গাজী মুহাম্মদ ইসহাক, এ এস এফ সদস্য মোহাম্মদ জামাল, মাওলানা আবুল কাশেম, মোহাম্মদ তৈয়ব হোসেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম মুহাম্মদ তৈয়ব হুসেন। মুহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আবসার, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ লোকমান হোসেন রানা, মোহাম্মদ হাসান মুরাদ, মীর আহমদ, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রফিক উদ্দিন, মোহাম্মদ আরাফাত রহমান, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান মেজবাহ, আরিফ আহমদ, মোহাম্মদ জাওয়াদ হোসেন তানজিম, জাবেদ আহমদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ জোবায়েদ হোসেন রনি মোস্তাক আহমদ, নূর মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে তিন বছরের প্রতিবেদন উপস্থাপন করেন গাউসিয়া কমিটি মানবিক টিম কর্ণফুলীর সম্বনয়ক ও টিম লিডার মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। বক্তারা বলেন, গাউসিয়া কমিটি শরিয়ত তরিকতের খেদমতের পাশাপাশি মানবসেবায়ও অনন্য ভূমিকা রাখছে। পরে দেশ জাতির শান্তি ও কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।
৪৫তম ওফাতবার্ষিকীর স্মরণ সভায় আলহাজ্ব সুফি মিজান-
কামেল অলির সান্নিধ্যে ‘সওদাগর’ থেকে সাধকে
পরিণত হয়েছিলেন নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.)
বিশুদ্ধ নিয়তে একজন কামেল অলির সাথে ক্ষনিকের সান্নিধ্য একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে যান, একজন সওদাগর ‘সাধক হয়ে আলকাদেরী’ হিসেবে পরিচিত হয়ে যান-এমন দৃষ্টান্ত আমাদের সামনে খুব বেশি না হলেও এ নগরীর বিখ্যাত ব্যবসায়ী নুর মোহাম্মদ আলকাদেরী উজ্জ্বল হয়ে আছেন। তিনি সাধারণ শিক্ষিত ছিলেন, ছিলেন কোরবানিগঞ্জ ও খাতুনগঞ্জের ব্যবসায়ী। কিন্তু জীবনের একপর্যায়ে তাঁর নসিব হয়েছিল আওলাদে রাসুল, কুতুবুল আউলিয়া হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)’র সান্নিধ্য। নুর মোহাম্মদ আলকাদেরী তাঁর হাতে বায়াত গ্রহণের পর জীবনের মোড় ঘুরে যায়। ইহ জীবনের সমস্ত অর্জনকে পশ্চাতে রেখে নিজেকে দ্বীন এবং মাজহাবের খিদমতে উৎসর্গ করেন। গত ৭ আগস্ট সোমবার বিকেলে নগরীর বলুয়ার দিঘি খানকায় অনুষ্ঠিত আওলাদে রাসুল গাউসে জমান আল্লামা হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর প্রধান খলিফা আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী (রহ)-এর ৪৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব সুফি মিজানুর রহমান এ কথাগুলো বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় সুফি মিজান আরো বলেন, তরিকত মানে সঠিক পথে বিশুদ্ধ জীবন গঠন। এ জন্য পীর মুরশিদের নির্দেশিত আদর্শকে দৃঢ়ভাবে আকড়ে ধরতে হবে। নিজেদের মানবিক মুল্যবোধে উজ্জীবিত হতে হবে। স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী। নুর মোহাম্মদ আলকাদেরীর পরিবার ও খানকাহ শরীফের মতোয়াল্লিদের পক্ষ থেকে স্মরণ সভায় আগত মেহমানদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, আল্লামা হাফেজ আশরাফুজ্জমান আল কাদেরী, জামেয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আল আজহারী, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রিজভী। অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেন, মোহাম্মদ আবু সুফিয়ান, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল এস.এম গিয়াস উদ্দিন সাকের, গাউসিয়া কমিটির মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি শিকদার, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি ও আনজুমান সদস্য কমরুদ্দিন সবুর, সাধারণ সম্পাদক মাস্টার হাবিবুল্লাহ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস চেয়ারম্যান, চন্দনাইশ সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের, চবি শিক্ষক প্রফসর মাওলানা মুরশেদুল হক, জামেয়ার আল হাদিস বিভাগের প্রধান অধ্যাপক সাইফুদ্দিন খালেদ আল আজহারী, আল কুরআন বিভাগের প্রধান অধ্যাপক হামেদ রেজা নঈমী, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা আবুল কাসেম তাহেরী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের অর্থ সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ শফিসহ খানকাহ শরীফের মতোয়াল্লিবৃন্দ। স্মারক আলোচনা শেষে মিলাদ, কিয়াম ও সালাতু সালামের পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন আল্লামা আবুল আসাদ জুবায়ের রিজভী। এর আগে সকালে নুর মোহাম্মদ আলকাদেরীর জামেয়া সংলগ্ন মাজারে পুষ্পমাল্য অর্পণ, যিযারত, পবিত্র খতমে কুরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়।
শোক সংবাদ
মাওলানা মুহাম্মদ সৈয়দ হোসাইন’র ইন্তেকাল
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাস্থ লেঙ্গুরবিল মহিউচ্ছুুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি, “ দৈনিক আজকের কক্সবাজার বার্তা” পত্রিকার সম্পাদক, হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃ জিঃ আঃ)’র একনিষ্ঠ মুরিদ, জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্র মাওলানা মুহাম্মদ সৈয়দ হোসাইন গত ২ আগস্ট ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম নামাজে জানাজা লেঙ্গুরবিল মহিউচ্চুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় বিকেল ৪-১৫ মিনিটে এবং দ্বিতীয় নামাজে জানাজা লেঙ্গুরবিল বড় মাদরাসায় বাদ আসর অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর ইন্তেকালে আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ‘র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, মহাসচিব মুহাম্মদ সাহজাদ ইবনে দিদার, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খাঁন, টেকনাফ উপজেলা গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এস.এম. আবদুল লতিফের ইন্তেকাল
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ এস. এম. আবদুল লতিফ ( ৮৫) গত ২৮ জুলাই শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মরহুমের ১ম নামাজের জানাযা গত ২৯ জুলাই শনিবার সকাল ১১টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এবং বাদে জোহর নিজগ্রাম হাটহাজারী বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দানে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ ছালাম, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মেট্টোপোল স্কলারশীপ পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক কামাল উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মাওলানা মঈনুদ্দীন রেজভী
গাউসিয়া কমিটি বাংলাদেশ মদিনা মুনাওয়ারা শাখার দাওয়াতে খায়ের সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন রেজভী (৪৬) ৩ আগস্ট বৃহস্পতিবার সকালে মদিনা শরীফের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মদিনা শরীফে জানাজা শেষে জান্নাতুল বাকীতে দাফন করা হয়। মহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, রিয়াদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মুহাম্মদ আইয়ুব মিয়াজী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, তিনি উপজেলার চট্টগ্রাম ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুরস্থ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুছা আল কাদেরীর ১ম পুত্র।