স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা?

স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা?

 মুহাম্মদ আব্দুল্লাহ্ –বটতলী, আনোয়ারা, চট্টগ্রাম।
প্রশ্ন: একজন বিবাহিত স্ত্রী স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামীকে তালাক দিয়ে অন্য ছেলেকে বিবাহ করেন। শরীয়তের দৃষ্টিতে এ বিবাহ্ হয়েছে কিনা? 
উত্তর: ইসলামী শরীয়তের দৃষ্টিতে এ ২য় বিবাহ্ শুদ্ধ হয়নি এবং পূর্বের বিবাহ্ও আকদ বলবৎ রয়েছে। কারণ ইসলামী শরীয়ত স্ত্রীকে তালাক প্রদানের অধিকার বা ক্ষমতা প্রদান করে নি। সুতরাং স্ত্রী ১ম স্বামীকে তালাক প্রদান করে অন্য পুরুষের সাথে ২য় বিবাহ্ করলে শরিয়ত মোতাবেক না জেনে করলে জানার পর পৃথক হয়ে যাবে এবং তাওবা করবে। জেনে করলে তা যেনা, ব্যভিচার ও পাপাচারে গণ্য হবে। যা নিঃসন্দেহে কবিরা গুনাহ্। তাওবা ব্যতীত ও স্বামীর ক্ষমা ব্যতীত উক্ত স্ত্রী গুনাহ্ হতে মুক্তি পাবে না। 

Share:

Leave Your Comment