Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

মসজিদে খোতবার মিম্বর ও লাশ নেওয়ার খাটিয়া গাছের হওয়া উত্তম নাকি লোহার হওয়া উত্তম।

মসজিদে খোতবার মিম্বর ও লাশ নেওয়ার খাটিয়া গাছের হওয়া উত্তম নাকি লোহার হওয়া উত্তম।

 শেখ মুহাম্মদ আসিফ হোসাইন – মধ্যবেতাগী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন: মসজিদে খোতবার মিম্বর ও লাশ নেওয়ার খাটিয়া গাছের হওয়া উত্তম নাকি লোহার হওয়া উত্তম। কিছু কিছু মানুষকে অসিয়ত করতে শুনেছি তাকে যেন গাছের খাটিয়া করে জানাযার জন্য নেওয়া হয়।   
উত্তর: মসজিদের মিম্বর ও লাশ বহরের জন্য খাটিয়া কাঠের বা এস.এস. লোহার হলে কোন অসুবিধা নেই। লাশ বহনে সুবিধা বা উপযোগী হলেই তাতে সমস্যা নেই। পূর্বে মসজিদের মিম্বর ও লাশ বহনের খাটিয়া কাঠের ছিল কারণ তখন এস.এস. লোহার প্রচলন ছিল না। কেউ যদি কাঠের খাটিয়ায় স্বীয় লাশ বহন করার অছিয়ত করে এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটা শরিয়তের দলিল নয়। 

Share:

Leave Your Comment