নফল নামায সমূহ বিতরের পর আদায় করা যাবে কিনা?
খান বাহাদুর বাবলু
শীতল ঝর্ণা, আ/এ চট্টগ্রাম।
প্রশ্ন: পবিত্র কদরের বিশেষ নফল নামায আদায়ের নিয়ম কি? অনেক জায়গায় তারাবীহর নামায শেষ হওয়ার সাথে সাথে বিতর আদায় করে নেয়। তখন নফল নামায সমূহ বিতরের পর আদায় করা যাবে কিনা? জানালে উপকৃত হব।
উত্তর: পবিত্র মাহে রমযানে এশার ফরয, সুন্নাত নফল নামায আদায়ের পর নামাযে তারাবীহ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা। তাই নামাযে তারাবীহ জামআত সহকারে আদায়ের পর বিতরের নামায ও পবিত্র রমযান মাসে জামআত সহকারে আদায় করে নেবে। আর লায়লাতুল কদরের বিশেষ নফল নামায- তারাবীহ্ নামায আদায়ের পর জামআত সহকারে হোক অথবা একাকী হোক বিতর নামাযের আগে বা পরে আদায় করতে কোন প্রকার অসুবিধা নেই। যদি কদর রজনীতে বিশেষ নফল নামায বিতরের নামাযের পূর্বে আদায় করা হয় তখন তারাবীহ্ ও শবে কদরের নফল নামায আদায়ের পর বিতরের নামায জামআত সহকারে আদায় করে নেওয়াই উত্তম।