যে মসজিদে জুমু’আ চালু নেই, সে মসজিদে ই’তেকাফ করা শুদ্ধ হবে কিনা?

যে মসজিদে জুমু’আ চালু নেই, সে মসজিদে ই’তেকাফ করা শুদ্ধ হবে কিনা?

প্রশ্ন: যে মসজিদে জুমু’আ চালু নেই, সে মসজিদে ই’তেকাফ করা শুদ্ধ হবে কিনা? ইতিকাফের হুকুম সম্পর্কে আলোচনা করার অনুরোধ রইল।
উত্তর: হ্যাঁ! যে সকল মসজিদে জুমার জামাআত চালু নেই সে সকল মসজিদেও ই’তেকাফ আদায় করা শুদ্ধ ও জায়েয। কেননা ই’তিকাফের জন্য জামে মসজিদ হওয়া শর্ত নয়, বরং যে মসজিদে ইমাম ও মোয়াজ্জিন নিয়োজিত আছেন এবং পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে আদায় করা হয় সে সব মসজিদে ই’তেকাফ করা সহীহ ও জায়েয। জামে মসজিদ বা যেখানে সালাতুল জুমার জামাআত অনুষ্ঠিত হয় সেখানেও ই’তেকাফ আদায় করবে। পবিত্র রমজান শরীফে শেষের দশ (১০) দিন যে সব মসজিদে জমাআত অনুষ্ঠিত হয় সে সব মসজিদে ই’তেকাফ পালন করা সুন্নাতে মুয়াক্কাদাহ্ আলাল্ কেফায়া অর্থাৎ মহল্লাবাসীর কেউ যদি ই’তেকাফ পালন করে তাহলে সকলের পক্ষ হতে সুন্নাতে মুয়াক্কাদা আলাল কেফায়া আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে, তাহলে মহল্লাবাসী সকলেই গুনাহগার হবে।
[তাহাবী শরীফ, দুররে মুখতার, ফাতাওয়ায়ে আলমগীরি ও বাহারে শরিয়ত ইত্যাদি]

Share:

Leave Your Comment