Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

মহল্লার কোন মহিলা ঘরে এতেকাফ থাকলে মহল্লার সবাই দায়মুক্ত হবে কিনা?

মহল্লার কোন মহিলা ঘরে এতেকাফ থাকলে মহল্লার সবাই দায়মুক্ত হবে কিনা?

প্রশ্ন: মহল্লার মসজিদে কেউ এতেকাফ না থাকলে ও রমজানের শেষ দশদিন মহল্লার কোন মহিলা ঘরে এতেকাফ থাকলে মহল্লার সবাই দায়মুক্ত হবে কিনা? জানালে উপকৃত হব।
উত্তর: পবিত্র রমযান মাসের শেষ ১০ দিন ইবাদতের উদ্দেশে নিয়ত সহকারে পুরুষের জন্য মসজিদে (যে সব মসজিদে ইমাম নির্ধারিত আছে এবং পঞ্জেগানা নামায জমাত সহকারে আদায় করা হয়) ই’তেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদাহ্ আলাল কেফায়া অর্থাৎ মহল্লাবাসীর কোন পুরুষ যদি ই’তেকাফ করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে যদি কেউ ই’তেকাফ না করে তাহলে সকলেই সমান ভাবে গুনাহ্গার হবে। [দুররে মুখতার, আলমগীরী ইত্যাদি]

কোন মহিলা ঘরের কামরায় ই’তেকাফ পালন করলে পুরুষগণ ই’তেকাফ থেকে দায়মুক্ত হবে না।

Share:

Leave Your Comment