মসজিদ-মাদরাসা নির্মাণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে

মসজিদ-মাদরাসা নির্মাণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে

দায়েম নাজির জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আল্লামা সাবির শাহ্ (মু.জি.আ.)

নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন নতুন করে সংস্কারকৃত জামেয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির শাহী জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান গত ১০ অক্টোবর সোমবার বাদে আসর অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে মুনাজাতের মাধ্যমে নতুন স্থাপত্যশিল্পে গড়া বহুতল দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করেন আওলাদে রাসুল, গাউসে যামান, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু.জি.আ.)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মু.জি.আ.) পবিত্র হাদিসের বাণী পেশ করে বলেন, যে ব্যক্তি দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটি ঘর তৈরি করে রাখবেন। দ্বীনের স্তম্ভ মসজিদ-মাদরাসা নির্মাণের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসূলের নৈকট্য অর্জনে এগিয়ে আসতে হবে। কয়েক কোটি টাকা ব্যয়ে যাদের আর্থিক সহযোগিতায় দায়েম নাজির শাহী জামে মসজিদ নির্মিত হয়েছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান বলে তিনি উল্লেখ করেন। তিনি সকলকে আনজুমান ও জামেয়ার খেদমত করার তাগিদ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মু.জি.আ.)। অনুষ্ঠানে হুজুর কেবলাদের ফুল দিয়ে বরণ করে নেন মসজিদের মুতওয়াল্লী সাবেক কাউন্সিলর আলহাজ মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী ও মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। গাউসিয়া কমিটি ইউএই’র সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুবের অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদে নামাজ পড়ার জন্যে হাজার হাজার মুসল্লি দূরদূরান্ত হতে ছুটে আসেন। মসজিদে হুজুর কিবলাহদ্বয় আছর ও মাগরিবের নামাজ আদায় করেন। ইমামতি করেন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (মু.জি.আ.)। মজসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব কামরুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এসিসট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দীন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব এনামুল হক বাচ্চু, সদস্য আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন, দায়েম নাজির জামে মসজিদের খতিব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ যোবায়ের রজভী, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক মাওলানা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহসহ আনজুমান ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় জেলা-উপজেলা নেতৃবৃন্দ ও এলাকার সমাজের মসজিদ কমিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share:

Leave Your Comment