আলমগীর খানকাহ শরিফে ‍হুজুর কেবলাকে লাল গালিচা সংবর্ধনা

আলমগীর খানকাহ শরিফে ‍হুজুর কেবলাকে লাল গালিচা সংবর্ধনা

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে চট্টগ্রাম নগরে ১২ রবিউল আউয়াল ৫০তম জশনে জুলুসে নেতৃত্ব দিতে গত শুক্রবার রাতে ঢাকা হতে বিমানযোগে চট্টগ্রামে এসেছেন আওলাদে রাসূল  গাউসে জমান শাহ্সূফি আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মজিআ)। একই সঙ্গে তাঁর সাথে চট্টগ্রামে এসেছেন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ) এবং সাহেবজাদা আল্লামা সৈয়দ কাসেম শাহ্ (মজিআ)। উক্ত হুজুর কেবলাগণ নগরীর ষোলশহর আলমগীর খানকাহ্ শরিফে পৌঁছালে আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষ হতে তাঁদেরকে লালগালিচা সংবর্ধনা ও ফুলেল অভিবাদন জানানো হয়।

হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ্ (মজিআ) মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি সহ জশনে জুলুসের সফলতা কামনায় মুনাজাত করেন। আনজুমান নেতৃবৃন্দ অত্যন্ত কষ্ট স্বীকার করে বাংলাদেশে আসায় হযরাতে কেরামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। হুজুর কেবলাত্রয়কে সংবর্ধনা প্রদানকালে আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মহসিন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, আলহাজ্ব গিয়াস উদ্দিন শাকের, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, আশেকে রসূল বাবু, আলহাজ্ব আবদুল হামিদ, শাহজাদ ইবনে দিদার, মোছাহেব উদ্দিন বখতিয়ার, কমর উদ্দিন সবুর, মাস্টার হাবিব উল্লাহ, তসকির আহমদ, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

Share:

Leave Your Comment