ব্যাংক ডিপিএসে টাকা রাখলে যে লভ্যাংশ দেওয়া হয়, তা নিজে ব্যবহার করা জায়েজ হবে কিনা?

ব্যাংক ডিপিএসে টাকা রাখলে যে লভ্যাংশ দেওয়া হয়, তা নিজে ব্যবহার করা জায়েজ হবে কিনা?

মুহাম্মদ আব্দুর রহিম –আনজুমান বক্স কালেক্টর, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রশ্ন: ব্যাংক ডিপিএসে টাকা রাখলে যে লভ্যাংশ দেওয়া হয়, তা নিজে ব্যবহার করা জায়েজ হবে কিনা?
 উত্তর: বর্তমান সময়ে ব্যাংকিং লেনদেনে ব্যাংকে টাকা জমা দানকারী (ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান)কে (ডিপিএস ও এফডিআর ইত্যাদি) আমানতের উপর ব্যাংক কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট হারে শতকরা হিসেবে যে ইন্টারেস্ট/সুদ প্রদান করে, যা গ্রাহকের দাবী ব্যতীত, তা বর্তমান যুগের কিছু কিছু মুফতি/ফক্বীহ্ যদিও সুদের অন্তর্ভুক্ত নয় বলে মন্তব্য করেছেন। তবে মুহাক্কিক্ব ফোকাহায়ে কেরামের মতে তা সুদের অবকাশ হতে মুক্ত নয় বিধায় ব্যাংকে জমাকৃত টাকার উপর শতকরা হারে যে অতিরিক্ত লভ্যাংশ দেয়া হয় তা গ্রাহক গ্রহণ করে নিজের জন্য অথবা স্বীয় পরিবার-পরিজনের জন্য ব্যবহার না করে গরীব-মিসকিন এবং অসহায় ব্যক্তিকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেবে। এটাই সতর্কতা ও নিরাপদ। তাছাড়া ঋণ/ধারের টাকার সাথে স্বইচ্ছায় লাভ/মুনাফা হিসেবে কিছু দিলে সুদের অন্তর্ভুক্ত হবে। কেননা হাদীসে পাকে বর্ণিত আছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ঋণ কোনো মুনাফা/লাভ নিয়ে আসে তাও রিবা/সুদের অন্তর্ভুক্ত। [সুনানে বায়হাক্বী, ৫/৩৫০] সুতরাং ব্যাংক কর্তৃক অতিরিক্ত প্রদানকৃত টাকা নিজে ব্যবহার না করে দুনিয়াবী কোন লাভ/ফায়দা বা সওয়াব অর্জনের উদ্দেশ্য ব্যতীত গরীব, মিসকিন ও অসহায়কে দিয়ে দেয়াই শ্রেয়। [ফতোয়ায়ে রজভীয়া, কৃত. ইমাম আ’লা হযরত আহমদ রেযা রহ. ও অকারুল ফতোয়া, কৃত. মুফতি অকারুদ্দিন বেরলভী,
রহ. ও যুগ জিজ্ঞাসা ইত্যাদি]

Share:

Leave Your Comment