ইলম বিহীন সূফী

ইলম বিহীন সূফী

= ইলম বিহীন সূফী =

আউলিয়া-ই কেরাম বলেন, ‘‘মূর্খ সূফী শয়তানের হাসির খোরাক।’’ পক্ষান্তরে হুযূর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ ফরমান-فقيه واحد اشد على الشيطان من الف عابد

অর্থাৎ একজন ফক্বীহ্ এক হাজার আবিদ থেকেও শয়তানের উপর ভারী।[তিরমিযী ও ইবনে মাজাহ্]

ইলমবিহীন সাধনাকারীদেরকে শয়তান আঙ্গুল দ্বারা নাচায়, মুখে লাগাম ও নাকে রশি লাগিয়ে যেদিকে ইচ্ছা টেনে বেড়ায়। وهم يحسبون انهم يحسنون صنعا অর্থাৎ তারা মনে করে তারা ভালো কাজ করছে।

হযরত সাইয়্যেদুনা জুনায়দ বাগদাদী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, ‘‘আমার পীর হযরত সারিউস্ সাক্বাত্বী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু আমাকে এ বলে দো‘আ দিয়েছেন- আল্লাহ্ তোমাকে হাদীস শরীফের জ্ঞানী করে সূফী করুন এবং হাদীসবেত্তা হবার পূর্বে যেনো তোমাকে সূফী না বানান।

[সূত্র. ইহয়াউল উলুম: ১ম খন্ড, পৃ. ১৩]

ইমাম গাযালী এর ব্যাখ্যায় বলেন-হযরত সারিউস্ সাক্বাত্বী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু এদিকে ইঙ্গিত করেছেন যে, যে ব্যক্তি প্রথমে ইলম ও হাদীস শরীফ শিক্ষা করে তাসাওয়াফে কদম রাখলো, সে সফলকাম হয়েছে। আর যে ব্যক্তি ইলম হাসিল করার পূর্বে সূফী হতে চেয়েছে, সে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলেছে। (আল্লাহরই পানাহ্)। [সূত্র. ইহয়াউল উলুম, ১ম খন্ড, পৃ.-১৩] [ইরশাদাতে আ’লা হযরত পৃ. ৬৮]