আল্লামা হাফেজ আনিসুজ্জমান মহান রাব্বুল আলামীন ঈমান ও নেক আমলের ভিত্তিতে পরকালের মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। পরকালে বিশ্বাসী মাত্রই স্বীকার করেন যে সে কালের সাফল্যই চুড়ান্ত সাফল্য। আল্লাহর ফরমান, ‘‘তোমাদের নিকট যা আছে, তা নিঃশেষিত হবে, আর যা আল্লাহর নিকট আছে, তা থাকবে চিরস্থায়ী।’’ যা উৎকৃষ্ট, উত্তম, অফুরন্ত, অপরিমেয় সে প্রাপ্তিই তো অতুলনীয়। এই অনন্ত …
