আসসালামুআলাইকুম। আমার বোন একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সম্প্রতি তিনি এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির আবেদন করেন। তবে বদলি কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ঠ আছেন তার মধ্যে টিইও সাহেব ঘুষ চাচ্ছেন। বর্তমানে অবস্থা এমন যে ঘুষ না দিলে বদলি হওয়াটা অসম্ভব। অর্থাৎ ঘুষ দিতে আমরা বাধ্য। অন্যথায় বদলি হওয়া যাবেনা। এখন যদি ঘুষ দিই তাহলে কি আমরা গুনাহগার হব? দয়া করে উত্তর প্রদান করবেন।