আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামীন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াল্লামের এ ধরার বুকে শুভাগমনের স্মৃতিবিজড়িত মাস রবিউল আউয়াল। পৃথিবীব্যাপী বিরাজিত জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত গোমরাহীর অতল গহ্বর থেকে উত্তরণ করে জ্ঞান, হিকমত, ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা মানবিকতা ও সমৃদ্ধির আলোয় উদ্ভাসিত করার জন্য আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিবকে এ ধরায় প্রেরণ করেন ৫৭০ খ্রিষ্টাব্দের …
