জশনে জুলুস কি ও কেন? বেরাদরানে মিল্লাত! আস্সালামু আলাইকুম,
জরুরি নিদের্শনা ১. আইন শৃঙ্খলাবাহিনী ও মিডিয়ার গাড়ী ব্যতীত অন্য কোন যানবাহন কোন অবস্থাতেই জুলুসের সামনে ও পিছনে চলাচল করা কিংবা জুলুস প্রদক্ষিণের রাস্তাসমূহের পার্শ্বে কোন গাড়ী পার্কি করা যাবে না। ২. জুলুসে ডেকসেটহ সব ধরনের বাদ্যযন্ত্র বাজানো শরীয়তের বিধান মোতাবেক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জুলুস (মিছিল) এর আগে ও পরে এ ধরনের ইসলাম বিরোধী, গর্হিত কাজ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। ৩. জুলুসে বাংলাদেশ’র জাতীয় পতাকা ও আনজুমান ট্রাস্ট’র নির্ধারিত সবুজ পতাকা ব্যতিত অন্য কোন রং এর পতাকা/ব্যানার ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করা হলো। ৪. হুজুর কেবলার ছবি কিংবা ছবি সম্বলিত ম্যাগাজিন, ট্যাবলয়েড ম্যাগাজিন, মাসিক পত্রিকা ইত্যাদি বিক্রী করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। ৫. উত্তর চট্টগ্রামের গাড়ীগুলো অক্সিজেন বাস টার্মিনাল অথবা সুবিধাজনক স্থানে জমায়েত করার অনুরোধ রইলো। ৬.দক্ষিণ চট্টগ্রামের গাড়ীগুলো বহদ্দারহাট বাস টার্মিনাল অথবা সুবিধাজনক স্থানে জমায়েত করার অনুরোধ রইলো। উপরোক্ত বিষয়গুলো স্থানীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আনজুমান সিকিউরিটি ফোর্স প্রয়োজনীয় তদারকির ব্যবস্থা গ্রহণ করবে।