মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ্ পাক মানবজাতিকে যে জ্ঞান বুদ্ধি-বিবেক ও সামর্থ্য দান করেছেন তা অন্য কোন জীবকে দেননি। মহান আল্লাহ্ এ শ্রেষ্ঠত্ব ও অনন্য গুণাবলী দ্বারা পরিপূর্ণ মানবজাতিকে একটি গুরুদায়িত্ব অর্পন করেছেন, আর এ দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানানো। এটা বিবেকবান মানুষের উপর অপরিহার্য কর্তব্য। আরবী ভাষায় এ আহ্বান জানানোকে দা’ওয়াত বলা হয়। দা’ওয়াত অর্থ ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো, উৎসাহিত করা। শরীয়তের পরিভাষায় জাগতিক কল্যাণ ও উন্নতি এবং পরজগত বা আখিরাতের কঠিন সময়ের মুক্তির বার্তা প্রদানের লক্ষ্যে মানবজাতিকে আল্লাহ্-রসূলের প্রদর্শিত পথে ডাকা বা আহ্বান করাকে দা’ওয়াত বলা হয়। যুগে যুগে পথভ্রষ্ট বিভ্রান্ত মানবজাতিকে সঠিক ও সরল পথ প্রদর্শনের জন্য মহান রব্বুল আলামীন দয়াপরবশ হয়ে মানবজাতির মধ্য হতেই নবী-রসূল প্রেরণ করেছেন। সকল নবী-রসূল নিজ জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামার পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আগমন করবেন না। তাঁর প্রকৃত অনুসারী উম্মতে মুহাম্মদীকে দুনিয়ায় মানুষকে আল্লাহর পথে দা’ওয়াত দানের এ কাজটি করে যেতে হবে। কিয়ামত অবধি এ দাওয়াতি কাজ অব্যাহত থাকবে। মহান রব্বুল আলামীন হুযুর নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের উপর আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব অর্পন করে ইরশাদ করেন, ১. ‘‘আপনি আপনার প্রতিপালকের প্রতি হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন এবং সুন্দরপন্থায় তাদের সাথে বিতর্ক করুন। নিশ্চয়ই আপনার প্রতিপালকই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট ও বিচ্যুত হয়েছে এবং হিদায়তপ্রাপ্তদের তিনি ভাল করেই জানেন। [সূরা নাহল, আয়াত-১২৫] ২. আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। [সূরা হামীম সিজদাহ: আয়াত-৩৩] হাদীস শরীফে দা’ওয়াতের প্রতি গুরুত্ব প্রদান করে ইরশাদ হয়েছে-‘‘হযরত হুযায়ফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার জীবন। অবশ্যই তোমরা সৎকাজের আদেশ দেবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে মানুষকে বারণ করবে। নতুবা তোমাদের ওপর শীঘ্রই আল্লাহর আযাব নাযিল হবে। অতঃপর তোমরা (আল্লাহর আযাব হতে নিস্কৃতি লাভের জন্য) দুআ করতে থাকবে কিন্তু তোমাদের দুআ কবুল হবে না। [জামে তিরমিজী] সুতরাং আল্লাহর পথে আহ্বান করা সকল ঈমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য আমাদের মহান মুর্শিদ আওলাদে রসূল পীরে বাঙ্গাল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মু.জি.আ.)’র নির্দেশে চালু হয় দাওরায়ে দাওয়াতে খায়র। এ মহৎ কর্মসূচি অত্যন্ত উৎসাহ্ উদ্দীপনার সাথে চলছে এ দেশের প্রত্যন্ত অঞ্চলে। এ দেশের সুন্নি মুসলমানগণের নিকট বিপুলভাবে সমাদৃত হয় এ দ্বীনি দা’ওয়াতের কার্যক্রম। পীরে বাঙ্গাল হুজুর সাবির শাহ্ মা.জি.আ. বিগত সফরকালে এ দা’ওয়াতে খায়র কর্মসূচির সফল বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে মূল্যবান দিক-নির্দেশনা দিয়েছেন। এ দায়িত্বপালনে সবিশেষ তাগিদ দিয়েছেন। বর্তমান সমাজের চারদিকে নৈতিক অবক্ষয়ের জোয়ার-তদুপরি বিভিন্ন বাতিলপন্থী ইসলামের শত্রুদের নানামুখি অপতৎপরতার এ নাজুক সন্ধিক্ষণে দা’ওয়াতে খায়র’ কর্মসূচি আরো বেশী গুরুত্ব বহন করে। প্রকাশনার মাধ্যমে এ গুরু দায়িত্ব আনজাম দেয়ার ধারাবাহিক পদক্ষেপ মাসিক তরজুমান-এ আহলে সুন্নাত। এ পত্রিকায় প্রতিমাসে সময়োপযোগী ইসলামের বিধি-বিধান, আক্বাইদে আহলে সুন্নাতের উপর ক্বোরআন-হাদীসের আলোকে বিশ্লেষণধর্মী লেখনীর মাধ্যমে মুসলিম মিল্লাতকে হিদায়তের দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সংখ্যা মাযহাব ও তাক্বলিদ বিষয়ে প্রবন্ধ রয়েছে যাতে মাযহাব-অনুসরণের প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে। মাযহাববিরোধী কতিপয় পথভ্রষ্ট বাতিল গোষ্ঠির যারা আবহমান কালধরে চলে আসা কোন একজন ইমামের মাযহাব অনুসরণের বিরোধিতা করে সরলপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে। প্রকৃতপক্ষে তাদের মাযহাব বিরোধিতার অন্তরালে ইসলামের পালনীয় বিভিন্ন আহকাম-এর মধ্যে নিত্যনতুন বিধি-নিষেধ আরোপ করে ইসলামের বিরুদ্ধে সুদুর প্রসারি গভীর চক্রান্তে লিপ্ত। এসব চক্রান্তের বিষয়ে মুসলমানদের সচেতন থাকতে হবে। এ ছাড়াও বর্তমান সংখ্যায় নামাযে খুশু-খুজু অর্থাৎ বিনয়ের সাথে নামায আদায়ের উপকারিতা বর্ণিত হয়েছে, দুআ মুসলমানদের অন্যতম হাতিয়ার দুআ কবুলের বিষয়ে সবিস্তারে আলোচনা রয়েছে। তা’জিমে রসূল, নবীপাকের সম্মান বিষয়ে কোরআন হাদীসের আলোকে বর্ণনার সাথে সাথে সমসাময়িক বহু বিষয়ে মূল্যবান লেখনী স্থান পেয়েছে। এসব লেখা পাঠ-পর্যালোচনা অনুশীলনের মাধ্যমে আমাদের সকলকে সঠিক আকাইদে আহলে সুন্নাতের উপর অটল থাকার তৌফিক দান করুন আমিন।
আনজুমান সংবাদ
আগামী ৫ নভেম্বর শুক্রবার হুজুর কেবলা’র ইমামতিতে নামাজে জুমা ঢাকা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হুজুর কেবলা আগামী ৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন এবং ৯ নভেম্বর ফ্লাইটযোগে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
আল্লাহ- রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জন ও হুজুর কেবলা আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা. জি. আ.)কে বিদায় সংবর্ধনা জ্ঞাপন, ঢাকায় অনুষ্ঠিতব্য নামাজে জুমাসহ অন্যান্য নামাজে অংশগ্রহণের জন্য শুভকাঙ্ক্ষি ও সিলসিলার আশেকানবৃন্দকে আহবান জানানো যাচ্ছে।
#
তরজুমান সংবাদ
মাসিক তরজুমান রমযান সংখ্যা বের হয়েছে, (হাদিয়া ২৫/- টাকা মাত্র)
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট (প্রচার ও প্রকাশনা বিভাগ) প্রকাশিত আহলে সুন্নাত ওয়াল জামাত’র আক্বীদা ভিত্তিক মুখপত্র
শেষ হবার আগেই আপনার কপি সংগ্রহ করুন
যোগাযোগ
Phone: 02-333355976, 01819-395445
e-mail: [email protected]
[email protected]
www.anjumantrust.org
গাউসিয়া কমিটি সংবাদ
করোনা ভাইরাস (কোভিড-১৯)
মৃতের দাফন-কাফন বিষয়ে যোগাযোগ
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একমাত্র অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র ব্যবস্থাপনায় দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) মৃতের দাফন-কাফন বিষয়ে নিম্বোক্ত ব্যক্তিবর্গের সাথে সার্বিক যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা গেলঃ
০১. আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার- চেয়ারম্যান- গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। ০১৮১৯৩১৭৬২৮
০২. আলহাজ্ব শাহযাদ ইবনে দিদার- মহাসচিব-০১৭১৫-৮৪৭৩৭৪, ০১৮১৯-৬৩০২৪৫
০৩. মোছাহেব উদ্দিন বখতেয়ার- যুগ্ম মহাসচিব-০১৮১৯-৩৩৪৬০৮
০৪. আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু-সদস্য সচিব চট্টগ্রাম মহানগর-০১৭১৪-৪৬৫০৭৬
০৫. মাস্টার মোহাম্মদ হাবীবুল্লাহ্-দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক-০১৮১৯-৬২৩২৯৯
০৬. এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী -উত্তর জেলা সাধারণ সম্পাদক-০১৮১৯-১৭৫১৭২